শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
কৃষি সংবাদ

সৌরবিদ্যুতের আলোয় আলোকিত মুন্নিয়ার চর

শফিক জামান, জামালপুর

সৌরবিদ্যুতের আলোয় আলোকিত মুন্নিয়ার চর

মুন্নিয়ার চর। যমুনার দ্বীপচর এটি। মূল ভূখণ্ড থেকে চরটি একেবারে বিচ্ছিন্ন। চারপাশে যমুনা ঘিরে রয়েছে এই বিশাল চরটিকে। রাস্তা-ঘাট, বিদ্যুৎসহ সব ধরনের নাগরিক সুবিধাবঞ্চিত এই চরের মানুষ ছিল একেবারেই অন্ধকারে। সূর্যের আলো নেভার সঙ্গে সঙ্গে দ্বীপচরটি ঢেকে যেত অন্ধকারে। আর্থ-সামাজিকভাবে পিছিয়ে ছিল এই অঞ্চলের মানুষ। জামালপুরের ইসলামপুর উপজেলার যে দ্বীপচরটি এতদিন ঢেকে ছিল অন্ধকারে সেই জনপদটি এখন আলোকিত হয়ে উঠেছে সৌর বিদ্যুতের আলোয়। এক সময়ের পশ্চাৎপদ মুন্নিয়ার চরের বিস্তীর্ণ এলাকার ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুতের আলো। বেসরকারি উদ্যোগে স্থাপিত একটি সৌর বিদ্যুতের মিনিগ্রিড প্রকল্প পাল্টে দিয়েছে এখানকার মানুষের জীবনযাত্রা। কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ আধুনিক সুযোগ-সুবিধা আর শিক্ষায় জেগে উঠতে শুরু করেছে এখানকার মানুষ। বেসরকারি কোম্পানি ভিনসেন জিটেক লিমিটেড এই চরে নির্মাণ করেছে সৌর বিদ্যুতের মিনি গ্রিড। কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ৮৮ লাখ টাকা। কেন্দ্রটিতে দৈনিক ২৪৯ দশমিক ৬ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৮ কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে চরটির ১ হাজার ২০০ পরিবার ছাড়াও মিনি রাইছ মিল, বরফ কল, সমিল ও সেচ প্রকল্পে। শুধু মুন্নিয়ার চর নয় জামালপুরের যমুনা নদী ঘিরে আরও রয়েছে বেশ কটি বিচ্ছিন্ন দ্বীপচর। বিদ্যুতের অভাবে সেসব চরও পিছিয়ে রয়েছে সবকিছু থেকে। পিছিয়ে থাকা এসব চরে সোলার মিনি গ্রিড চালু করা গেলে মুন্নিয়ার চরের মতো অন্যান্য চরেও লাগতে পারে পরিবর্তনের হাওয়া এমনটিই মনে করছেন এই অঞ্চলের মানুষ। ভিনসেন জিটেক লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ জানান, সরকার নবায়নযোগ্য বিদ্যুৎ খাতকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। দেশের যে অঞ্চলে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয় সেখানে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে মিনিগ্রিড প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে সরকার। ইডকলের সহায়তায় মুন্নিয়ার চরে মিনিগ্রিড প্রকল্প সফলভাবে চালু করা হয়েছে। ইডকল আমাদের আরও সাতটি চরে মিনিগ্রিড প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। জামালপুরের যমুনার দ্বীপচর সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া, কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর, বেলগাছা ইউনিয়নের প্রজাপতি চর, গাইবান্ধার সাঘাটা উপজেলার চরবাটিকামারী ছাড়াও মনপুরা দ্বীপে তিনটি সোলার মিনিগ্রিড প্রকল্পের কাজ শুরু হবে খুব শিগগিরই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর