বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খুলনায় প্রস্তুত ২১ দাবি

প্রধানমন্ত্রী যাচ্ছেন ৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আগামী ৩ মার্চ খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ দুই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফর রাজনৈতিক গুরুত্ব বহন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা।

তাঁর এ সফরের সময় খুলনাবাসীর পক্ষে ২১ দফা দাবি প্রস্তুত করেছে সামাজিক সংগঠন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গতকাল দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করা হয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন। দাবিগুলোর অন্যতম হচ্ছে— খুলনায় পাইপলাইনে দ্রুত গ্যাস সরবরাহ, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ, খুলনা-যশোর-ঢাকা মহাসড়ক উন্নয়ন, মোংলা বন্দরের আধুনিকায়ন, বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স, আন্তর্জাতিক মানের পাবলিক হল নির্মাণ, খুলনার আলিয়া মাদ্রাসাসহ কলেজ ও স্কুল সরকারিকরণ, আবু নাসের হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, মেরিন একাডেমি, পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন, আধুনিক কাগজকল, বিদ্যুৎ কেন্দ্র ও আইটি পার্ক নির্মাণ। নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান এমপি বলেন, প্রধানমন্ত্রী খুলনার উন্নয়নের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আধুনিক রেলস্টেশন, খুলনা-মোংলা রেললাইন নির্মাণ, শিল্পকলা একাডেমি, মোংলা বন্দরের নাব্য রক্ষায় খননকাজ অব্যাহত রয়েছে। ইপিজেড, খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, কেডিএকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে আরও অনেক দাবি রয়েছে। নতুন করে সেগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক এমপি বলেন, প্রধানমন্ত্রী ৩ মার্চের জনসভায় ৪৭টি প্রকল্পের উদ্বোধন ও ৫২টি নতুন প্রকল্প কাজের ফলক উন্মোচন করবেন। তিনি বলেন, বিমানবন্দরের জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে। এ বছরের মধ্যেই সেখানে দৃশ্যমান স্থাপনা নির্মাণ শুরু হবে। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে বর্ণিল রূপে সেজেছে খুলনা। রংবেরঙের ব্যানার, ফেস্টুন, তোরণের পাশাপাশি চোখ-ধাঁধানো আলোকসজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে বন্দরনগরীতে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন জানান, প্রধানমন্ত্রী যখন কোনো এলাকা সফর করেন, তখন সেই এলাকার নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর জের অনেক দিন থাকে। ফলে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এমন সফর এ অঞ্চলে আওয়ামী লীগের জন্য খুবই উৎসাহজনক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর