রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিমানবন্দরের সেবা উন্নত করার দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

সম্ভাবনাময় পর্যটন খাতের পূর্ণ বিকাশ, উন্নয়ন ও বিদেশি পর্যটক আকর্ষণে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সেবা বহুগুণে উন্নত ও আন্তরিক করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা পর্যটন খাতে বিপুল সম্ভাবনার দিক তুলে ধরে বলেছেন— শুধু বেড়ানোর উদ্দেশ্যে নয়, টেক্সটাইল ট্যুরিজম, আর্ট-কালচার ট্যুরিজম, রিলিজিওন ট্যুরিজম, ফ্যাশন ট্যুরিজম, মিডিয়া ট্যুরিজম ইত্যাদির এক উল্লেখযোগ্য গন্তব্য হতে পারে বাংলাদেশ। গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা। সভার আয়োজন করে এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম। কমিটির চেয়ারম্যান ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-টিওএবি সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এফবিসিসিআই পরিচালক ও অভিনেত্রী শমী কায়সার, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের মহাসচিব এম শাহাদাত হোসেন প্রমুখ। এ ছাড়াও পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বক্তব্য দেন। সভায় দেশের বিপুল সম্ভাবনাময় পর্যটন খাতের পূর্ণ বিকাশ এবং উন্নয়নে বলিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছে এফবিসিসিআই। দেশের পর্যটন খাত বিকাশে বেসরকারি খাতের পক্ষ থেকেই প্রথম উদ্যোগ নেওয়া হয়। বেসরকারি খাতের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একযোগে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেছে। সভায় বক্তারা আরও বলেন, পর্যটন বর্ষ ঘোষণার মাধ্যমে সরকারও এ খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তবে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমানবন্দরের বিভিন্ন বিভাগগুলোর মাধ্যমে উদ্যোগ নিতে হবে। দেশে প্রতিবছর কত সংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণে আসে, তাদের আগ্রহ এবং পছন্দের বিষয় কী কী এসব নিয়ে পর্যটন কর্তৃপক্ষের ‘গবেষণা সেল’ থাকা দরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর