বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সম্মেলনে আহমেদ আকবর সোবহান

মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করুন

নিজস্ব প্রতিবেদক

মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করুন

বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গতকাল বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন —বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সত্য প্রকাশে দ্বিধাহীন হওয়ার ওপর জোর দিয়ে বলেছেন, মাদক, সন্ত্রাস, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এসবের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন, কাজ করুন। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ পরিচালিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সব প্রতিষ্ঠানই এ ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করছে। তিনি গতকাল দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজি) কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দেন। এ সময় তিনি সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আহমেদ আকবর সোবহান বলেন, সত্য কথা বললে অনেক সময় বিপদে পড়তে হয়। তবু আপনারা সত্যটাই লিখবেন। এতে দেশ ও জনগণকে পাশে পাবেন। সত্য প্রকাশ করতে গিয়ে যদি মৃত্যুও হয় তবে তা-ই শ্রেয়। তিনি বলেন, এ ব্যাপারে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ আপনাদের পাশে রয়েছে। শুধু নেতিবাচক নয়, ইতিবাচক খবরও গণমাধ্যমে উঠে আসা উচিত বলেও মন্তব্য করেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান। তিনি বলেন, গণমাধ্যমে শুধু নেতিবাচক খবর খোঁজার প্রবণতা দেখা যায়। কিন্তু দেশের উন্নয়ন, মানুষের অগ্রগতিও তো খবরের বিষয়। এ ক্ষেত্রে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপই প্রথম ইতিবাচক খবরকেও পাঠকপ্রিয় করতে সক্ষম হয়েছে। দেশের ভালো খবর দিয়ে প্রধান শিরোনাম করার যে ধারা তার সূচনা আমরাই করেছি। দেশের উন্নয়নের পথে সহযোগী হিসেবে কাজ করাই আমাদের লক্ষ্য। তবে যে কোনো দলমতই ক্ষমতায় আসুক না কেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের সব প্রতিষ্ঠান পরিচালিত হবে। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ এবং হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান; বাংলাদেশ প্রতিদিনের যুগ্মসম্পাদক আবু তাহের, উপসম্পাদক মাহমুদ হাসান, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ, নগর সম্পাদক জাহাঙ্গীর আলম ও মফস্বল সম্পাদক শায়খুল হাসান মুকুল। এ ছাড়া বক্তব্য দেন মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) মাসুদুর রহমান ও মহাব্যবস্থাপক (সার্কুলেশন) বিল্লাল হোসেন মন্টু। দুই পর্বের অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ প্রতিদিনের সদ্যপ্রয়াত কমার্শিয়াল ম্যানেজার মহিউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। পরে বিভাগ ও জেলা প্রতিনিধিরা তাদের সমস্যা ও নানা পরামর্শ তুলে ধরেন। এরপর বাংলাদেশ প্রতিদিনের বার্তা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে দিনভর চলে এই প্রতিনিধি সম্মেলন। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান তার ভাষণে বলেন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধিরা দেশব্যাপী আমাদের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন। পত্রিকার আজকের এ অবস্থানে আসার পেছনে এই প্রতিনিধিদেরই অবদান বেশি। তিনি বলেন, গণমাধ্যম গণমানুষের জন্য কাজ করলে মানুষ সেই মাধ্যমের সঙ্গে থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশ প্রতিদিনের স্লোগানও তাই। সেজন্যই বাংলাদেশ প্রতিদিন আজ দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক। এ অবস্থান বজায় রাখার জন্য আরও অনেক সংগ্রাম করতে হবে। তিনি বলেন, আপনাদের বোধে থাকতে হবে এই পত্রিকার মালিক আপনারাই। বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর উন্নয়ন, সংরক্ষণ এবং ভালোমন্দের দায়িত্বও আপনাদের। মনে রাখবেন, ওপরে ওঠা সহজ কিন্তু ওপর থেকে নিচে নেমে যাওয়া আরও বেশি সহজ। অল্প দিনের মধ্যে নিউজ টোয়েন্টিফোরও ভালো অবস্থানে চলে আসার প্রশংসা করে আহমেদ আকবর সোবহান বলেন, দেড় বছর ধরে এই চ্যানেলের তরুণ কর্মীরা যেভাবে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের কাজের যে স্পৃহা তা সত্যিই প্রশংসনীয়। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান জানান, তিনি ব্যক্তিগতভাবে দলীয় কোনো রাজনীতি করেন না। কিন্তু তিনি সবসময় উন্নয়নের রাজনীতিতে জড়িত। তিনি বলেন, দুটো কথা বলে যদি দেশের উন্নয়ন হয় সেটাই আমার রাজনীতি। দেশের জিডিপিতে উত্তরোত্তর উন্নয়ন ঘটছে। বিশ্বব্যাংকের ভাষ্য অনুযায়ী, কোনো দেশ উন্নত দেশের কাতারে শামিল হতে হলে তার জিডিপি প্রতি বছর ১০ শতাংশ বৃদ্ধি পেতে হয়। বাংলাদেশের জন্য এটা বিরাট চ্যালেঞ্জ। তবে সবার সম্মিলিত চেষ্টায় তা সম্ভবও। প্রতিনিধিদের উদ্দেশে আহমেদ আকবর সোবহান আরও বলেন, আপনি আপনার এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, কর্ম উদ্যমে এগিয়ে নেবেন। প্রতিষ্ঠান আপনাদের। এর মালিক আপনারা। এটা ভেবেই সুন্দর আগামীর জন্য কাজ করবেন— এটাই আমাদের প্রত্যাশা। শুভেচ্ছা বক্তব্যে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিটি মিডিয়া হাউস পরিচালিত হয় মুক্তিযুদ্ধের চেতনায়। দেশের উন্নয়নে কাজ করতে এ হাউসগুলো সবসময় ছিল, আছে, থাকবে। ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিনিধিরা প্রতিটি জেলা, উপজেলার এক একজন অ্যাম্বাসাডর। তিনি প্রতিনিধিদের দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, মামলা-হামলা সংবাদ প্রকাশে কোনো বাধা হতে পারবে না। সত্যনিষ্ঠ সংবাদকর্মীদের সঙ্গে আমাদের প্রতিষ্ঠান আছে এবং থাকবে। অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়চিত্তে কাজ করার জন্য তিনি প্রতিনিধিদের পরামর্শ দেন। তিনি বলেন, আমরা তো জানি দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারীদের যত আস্ফাালন সবই রাতের অন্ধকারে হয়। দিনের আলোয় তারা ভীরু কাপুরুষ। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বলেন, সত্য তথ্যই সাংবাদিকের সঞ্চিত শক্তি। তথ্যপ্রযুক্তির উন্নয়ন গণমাধ্যমে নতুন নতুন বিষয় সংযুক্ত করছে। তাই সামনের দিনগুলোয় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এ ব্যাপারে সবসময় সচেতন থেকে কাজ করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর