বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পাটপণ্য মেলা জমজমাট

শিমুল মাহমুদ

পাটপণ্য মেলা জমজমাট

পাটের তৈরি শাড়ি, পাঞ্জাবি, কটি, জ্যাকেট, স্যুট, সোফা, জামা, জুতা, বিছানার চাদর, ফুলদানি, ব্যাগ, মেয়েদের পার্স, কুশন, খাট, দেয়ালের চিত্রকর্ম, ভেড়া, হরিণ, কচ্ছপ, ঘোড়া। পাট দিয়ে আরও কত কী যে তৈরি হতে পারে তা মেলায় গিয়ে না দেখলে বিশ্বাস করাই কঠিন। দেশীয় উদ্যোক্তাদের হাতে তৈরি পাটপণ্যের সঙ্গে পরিচিত হতেই গতকাল বহুমুখী পাটপণ্য মেলায় ভিড় জমিয়েছেন নগরবাসী। পাট দিয়ে এত টেকসই, দৃষ্টিনন্দন পণ্য তৈরি সম্ভব! সেটা দেখা গেল মেলা ঘুরে। সকালে উদ্বোধনের পর রাজধানীর আগারগাঁওয়ে বিকাল থেকেই জমে উঠেছে বহুমুখী পাটপণ্যের মেলা। পাট ও পাটজাত পণ্যের বাজার বিকাশে গতকাল জাতীয় পাট দিবসের সকালে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের চত্বরে জুট ডাইভাসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর উদ্যোগে আয়োজিত এ মেলায় ১২০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের পাটপণ্যের পসরা সাজিয়ে বসেছে। পাট দিবসের অনুষ্ঠান শেষে গতকাল দুপুরে শত শত মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলায় ঢুকতেই পাট আর পাটপণ্যের বিশেষ অন্দরসজ্জা নজর কাড়ে। শুরুতেই জেডিপিসির কেন্দ্রীয় প্রদর্শনী। শোবার ঘরের আদলে সাজানো হয়েছে একটা অংশ। ঘরের সোফা, পর্দা, বিছানার চাদর, বালিশের কভার, ফ্লোর ম্যাট, ল্যাম্পশেড সবই পাটের। শোবার ঘরে পাটের মোড়ায় বসানো পুতুলের গায়েও পাটের শাড়ি। ঘরের দেয়ালও পাটের আবরণে ঢাকা। সোনালি আঁশে তৈরি প্রায় ২৪০ ধরনের পণ্য উপস্থাপন করা হয়েছে মেলায়। উদ্যোক্তাদের প্রচেষ্টায় বহুমুখী পাটপণ্যের সংখ্যা ক্রমশই বাড়ছে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রতিটি স্টলেই রয়েছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়। বাহারি সব রং আর ডিজাইনের তাক লাগানো পাটপণ্য দিয়ে সাজানো এই মেলার প্রতিটি স্টল। স্টলে স্টলে ঘুরে পাটের তৈরি জিনিসপত্র দেখছেন দর্শনার্থীরা। সেই সঙ্গে পছন্দের পণ্যটি সংগ্রহে ব্যস্ত তারা। উত্তরা থেকে আসা ব্যবসায়ী ইমতিয়াজ হোসেন বলেন, পাট দিয়ে এত কিছু হয় সেটা জানা ছিল না। পল্লবীর আফনান জুটেক্স লি. মেলায় নিয়ে এসেছে পাটের তৈরি পাঞ্জাবি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শারফ উদ্দিন খন্দকার জানান, তাদের নতুন পণ্য পাঞ্জাবির প্রতি দর্শনার্থীদের অনেক আগ্রহ। প্রতিটি পাঞ্জাবি বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। মেয়েদের দেখা গেল পাটের তৈরি জুতা, স্যান্ডেল ও ভ্যানিটি ব্যাগ কিনতে। মেলায় দৃষ্টিনন্দন লেডিস ব্যাগ, জুতা ও স্যান্ডেল নিয়ে এসেছে খুলনা জুটেক্স। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজনীন আক্তার মেলায় ঘুরতে এসে বলেন, পাট দিয়ে এত কিছু হয় এখানে না এলে বিশ্বাসই হতো না। শাড়ি, পাঞ্জাবি থেকে জুতা, জানালার পর্দা সবই তো দেখি পাট দিয়ে তৈরি। মেলার স্টলে পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) মো. আসাদুজ্জামান বলেন, আমরা জুট জিও টেক্সটাইল তৈরি করেছি। ভেড়ার পশম পাটের সঙ্গে মিশিয়ে কম্বল তৈরি করেছি। আমাদের নিরবচ্ছিন্ন গবেষণায় এগিয়ে চলেছে পাটপণ্যের বাজার। তিনি বলেন, আমরা জুট পাল্প থেকে নরম তুলতুলে ভিসকস তৈরি করেছি। এ থেকেই তৈরি হচ্ছে উন্নতমানের সুতা, যা আমাদের তৈরি পোশাক খাতে ব্যাপক সম্ভাবনা নিয়ে আসবে। মেলায় পাওয়া যাচ্ছে পাট পাতার চা। মেলার উদ্যোক্তারা জানান, গত বছর মেলায় ৩ কোটি ৬৫ লাখ টাকার বহুমুখী পাটপণ্য বিক্রি হয়েছে এবং ৪ কোটি ১২ লাখ টাকার অর্ডার পাওয়া গেছে। যা পরে সরবরাহ করা হয়। এবারের মেলায় এর চেয়ে অনেক বেশি বিক্রি ও সরবরাহ অর্ডার পাওয়া যাবে বলে তারা আশা করেন। তিন দিনের বহুমুখী পাটপণ্যের মেলা আগামীকাল শেষ হওয়ার কথা রয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর