বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত কামালের আপিল

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মাগুরা-২ আসনের বিএনপির সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল হাই কোর্টে আপিল করেছেন। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আপিল করেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। আপিলের নম্বর ২২১৫/১৮। এ মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে কারাগারে সাজাভোগ করতে থাকা খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা ২০ ফেব্রুয়ারি হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন। ২২ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদার আপিল শুনানির জন্য গ্রহণ করে হাই কোর্ট। ওইদিন খালেদার জরিমানা স্থগিত করে বিচারিক আদালতের নথি ১৫ দিনের মধ্যে পাঠাতে নির্দেশ দেয় হাই কোর্ট। ২৫ ফেব্রুয়ারি জামিনের আবেদনের শুনানি শেষে বিচারিক আদালতের নথি পৌঁছার পর হাই কোর্ট জামিন বিষয়ে আদেশের জন্য সময় নির্ধারণ করে। এর আগে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের দোষী সাব্যস্ত করে বিচারিক আদালত। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক এ মামলা করে। এতিমদের সহায়তার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয় মামলায়।

সর্বশেষ খবর