বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রতিটি ক্ষেত্রেই নারী যোগ্যতার প্রমাণ দিচ্ছেন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রতিটি ক্ষেত্রেই নারী যোগ্যতার প্রমাণ দিচ্ছেন উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘আমাদের একটিই পথ, শুধু সামনে এগিয়ে চলার।’ গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘গণমাধ্যমে নারী ও কর্মপরিবেশ’ শীর্ষক আলোচনা সভা এবং সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার।

ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা এবং সংগঠক হিসেবে সফল দুই সিনিয়র নারী সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করে ডিআরইউ। এরা হলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং সিনিয়র সাংবাদিক ও ডিআরইউর সাবেক সহসভাপতি মাহমুদা চৌধুরী। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলা করে নারী যে প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে তা আজ দৃশ্যমান। নিজের মেধা ও যোগ্যতা দিয়ে নারীরা প্রমাণ করেছেন তারা পারেন এবং আগামীতেও পারবেন। তবে নারীরা যাতে ঝরে না পড়েন সে বিষয়েও নজর রাখা প্রয়োজন।’ তিনি বলেন, ‘নারী সাংবাদিকদের কর্মপরিবেশে যে সমস্যাগুলো আছে তা চিহ্নিত করে কী করে উত্তরণ ঘটানো যায় সে বিষয়গুলো আলোচনা করে সমাধানের পথে এগিয়ে যেতে হবে। প্রত্যেক পেশার নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকে। এতসংখ্যক নারী যখন সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নিয়েছেন তাদের উপস্থিতি আমাদের বাংলাদেশের নারী ক্ষমতায়নে একটি উৎসাহ এবং উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিকূলতা থাকবেই। তবে আমরা (নারীরা) থামব না।’ স্পিকার বলেন, ‘কেবল নারী দিবসকে কেন্দ্র করেই আলোচনা যথেষ্ট নয়। কর্মপরিবেশে যেন কাঙ্ক্ষিত পরিবর্তন আসে সে ব্যাপারে কাজ করতে হবে। নারী সাংবাদিকদের কর্মপরিবেশে যে সমস্যাগুলো আছে তা চিহ্নিত করতে হবে।’ ফরিদা ইয়াসমিন বলেন, ‘পুরুষতান্ত্রিক এই সমাজে কেউ পথ তৈরি করে দেবে না। কর্মপরিবেশের দায় আমাদের নিজেদেরই। পরিবেশ-পরিস্থিতিতে একটু একটু করে নিজেদেরই দৃঢ় মানসিকতা দিয়ে সেই পথ তৈরি করে নিতে হবে। মেধা দিয়ে এগিয়ে যেতে হবে।’ মাহমুদা চৌধুরী বলেন, ‘কাজ করতে গিয়ে কখনো কখনো দাঁতে দাঁত চেপে বুকে পাথর চাপতে হয়েছে। তবে সহকর্মীরা সহযোগিতা করেছেন। অনেকে বলতেন যে রিপোর্টিংয়ে কেন? ডেস্কে কাজ করতে যান। আমার কখনো কখনো মনে হয়েছে, চাকরি ছেড়ে দিয়ে আত্মহত্যা করি।’ তিনি নারী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকতায় কোনো নারীকে দুর্বল দেখলে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভর পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারীবিষয়ক সম্পাদক ঝর্ণা মনি। স্বাগত বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির সদস্য জান্নাতুল ফেরদৌস পান্না। বক্তব্য দেন নিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, ডিআরইউর সাবেক নারীবিষয়ক সম্পাদক সুমি খান, এটিএন বাংলার প্রধান প্রতিবেদক নাদিরা কিরণ, নিউজ টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক আঙ্গুর নাহার মন্টি, নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ উম্মুল ওয়ারা সুইটি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার সেলিনা শিউলি প্রমুখ।

সর্বশেষ খবর