শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা
নাখালপাড়ায় বৃদ্ধা খুন

হত্যার কারণ এখনো অজানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ৭০ বছরের বৃদ্ধা আমেনা বেগম খুনের কারণ এখনো অজানা। কে বা কারা তাকে খুন করতে পারে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ বা নিহতের পরিবার। খুনিকে চিহ্নিত করতে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দারা মাঠে নেমেছে। তবে এ ঘটনার সঙ্গে ২০১৬ সালে রাজধানীর দক্ষিণখানে চার গৃহকর্ত্রী খুন ও দুই জনের আহত হওয়ার ঘটনার মিল খুঁজে পাচ্ছেন তদন্ত সংশ্লিষ্টরা।

গত বৃহস্পতিবার ২৮৮ নম্বর ‘রসুল ভিলা’ বাড়ির নিচতলার ফ্ল্যাট ভাড়া নিতে এসে বৃদ্ধা আমেনা বেগমকে (৭০) হত্যা করে এক দুর্বৃত্ত। হত্যার পর     ওই বৃদ্ধার গলার চেন ও হাতে থাকা সোনার চুড়ি নিয়ে যায় ভাড়াটিয়াবেশী খুনি। পরে এ ঘটনায় নিহতের ছোট ছেলে বাবু হাসান রাসেল বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেছেন। মামলায় হত্যার কারণ ও আসামিরা অজ্ঞাত উল্লেখ করা হয়। নিহতের ছোট ছেলের স্ত্রী বর্ষা বলেন, দুপুরে কলিংবেলের শব্দ শুনে আমার শাশুড়ি ঘরের দরজা খোলেন। এক যুবক বাসা ভাড়া নিতে আসে। কোন তলায় ভাড়া হবে জানতে চায়। শাশুড়ি জানান, নিচতলা ও চার তলায় ভাড়া হবে। ছেলেটি শাশুড়িকে নিচতলা দেখাতে বলে। তখন আমি আর আমার শাশুড়ি ঘরে ছিলাম। তিনি ওই ছেলের সঙ্গে নিচতলায় যান। ২০ মিনিটের বেশি সময় পরেও তিনি আসছেন না দেখে আমি নিচে যাই। নিচতলার ডান পাশের খালি ফ্ল্যাটের দরজা খোলা ছিল। ভিতরে গিয়ে দেখি রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় আমার শাশুড়ি পড়ে আছেন। মেঝেতে ছিল রক্ত। তবে ওই ছেলেকে পাইনি। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ভবনের নিচতলায় খালি ফ্ল্যাটের রান্না ঘরে ধারালো ও ভারী অস্ত্র দিয়ে আমেনা বেগমের মাথার পেছনে আঘাত করা হয়েছে। এতে তার মাথা অনেকখানি থেঁতলে যায়। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে সে বিষয় জানতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। মাঠে নেমেছে র‌্যাবসহ গোয়েন্দা সংস্থাগুলোও। ওই বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া মনি বেগম জানান, অন্য সময়ে খালাম্মা নিচে এলে কথাবার্তা বলেন। ঘটনার দিন তেমন কোনো শব্দ পাইনি। দুপুরে চিৎকার শুনে আমরা বিষয়টি জানতে পারি। নিহতের ভাতিজা মেহেদী হাসান জানান, গতকাল বাদ জুমা লাশ নাখালপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাত্যকি কবিরাজ ঝুলন বলেন, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর