শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা
কৃষি সংবাদ

চিংড়ি চাষে লাখপতি

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

চিংড়ি চাষে লাখপতি

বাড়ির পুকুরে সহজ পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে সিলেটের বিশ্বনাথ উপজেলার সফল মৎস্য চাষি মধু মিয়া এখন লাখপতি। মাত্র ১০ হাজার  টাকা পুঁজি খাটিয়ে চিংড়ি চাষ থেকে তিনি এবার আয় করেছেন লাখ টাকা। সঠিক নিয়মে অল্প পরিশ্রমেই তিনি এ সাফল্য অর্জন করেছেন। অন্যান্য মাছের সঙ্গে চিংড়ি চাষ করায় পড়েনি বাড়তি খরচও। কার্প জাতীয় মাছের খাবারেই বেড়ে ওঠে গলদা চিংড়ি। উপজেলার দেওকলস ইউনিয়নের জগত্পুর গ্রামের এ যুবক এর আগে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় উপজেলা মৎস্য অধিদফতর থেকে পেয়েছেন ‘সফল চাষি’ পদক। মধু মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩ সালে রুই মাছের রেণু পোনা চাষের মাধ্যমে মৎস্য চাষ শুরু করেন তিনি। গড়ে তোলেন ‘জিহাদ ফিশারি’। রেণু চাষে লাভবান হওয়ায় ধীরে ধীরে তিনি বাড়ির পার্শ্ববর্তী নিচু জমিতে শুরু করেন অন্যান্য জাতের মৎস্য চাষ। বাদ পড়েনি তার বাড়ির পুকুরও। ২০১৫ সালের জুলাই মাসে তার বাড়ির বিশ শতক জায়গায় তৈরি পুকুরে ২৪০০ টাকা দিয়ে রুই জাতীয় ১২০০ মাছের পোনার চাষ শুরু করেন। পাশাপাশি একই পুকুরে শুরু করেন কাতল, মৃগেল, বাউশ, গনিয়া, বিগ্রেডসহ অন্যান্য মাছের মিশ্র চাষ। পরে চিংড়ি চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে মিশ্র চাষের সঙ্গে শুরু করেন চিংড়ি চাষ। সে সময় সিলেটের গোলাপগঞ্জ সরকারি হ্যাচারি থেকে ৩ টাকা দরে ৫ হাজার গলদা চিংড়ির পোনা (জুবেনাইল) ক্রয় করে শুরু করেন গলদার চাষ। শুরুতেও ভালো মুনাফা অর্জন করেন। সরেজমিন তার বাড়িতে গিয়ে দেখা যায়, মধু মিয়া তার পুকুর সেচে ১ লাখ ৪০ হাজার টাকার মাছ বিক্রি করেন। পাশাপাশি একই পুকুরে দ্বিতীয়বার চাষকৃত ১০ হাজার টাকা পুঁজির গলদা চিংড়ি থেকে ১৯৫ কেজি চিংড়ি বিক্রি করে ১ লাখ টাকা বাড়তি লাভ করেন তিনি। মধু মিয়া বাংলাদেশ প্রতিদিনকে জানান, আনুমানিক ৮ মাস আগে দ্বিতীয়বারের মতো অন্যান্য মাছের সঙ্গে ১০ হাজার টাকা মূল্যের ২ হাজার গলদার পোনা (জুবেনাইল) পুকুরে চাষ করি।

এ খাতে আর বাড়তি খরচ করতে হয়নি। মিশ্র চাষ হওয়ায় একই খরচ, সামান্য পরিশ্রম আর স্বল্প সময়ে গলদা চিংড়ি বিক্রি উপযোগী হয়। আমার ধারণা, এককভাবে এ চিংড়ির চাষ করলে ৫ গুণ মুনাফা করা সম্ভব। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, একই পুকুরে মাছের মিশ্র চাষের পাশাপাশি চিংড়ি চাষ করে মধু মিয়া সফল হয়েছেন। তার এ সফলতা উপজেলার বেকার যুবকদের অনুপ্রেরণা জোগাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর