শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কংগ্রেসের আমন্ত্রণে দিল্লি যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগ দিতে আজ ভারত যাচ্ছে আওয়ামী লীগের তিন সদস্যের প্রতিনিধি দল। দলের সদস্যরা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতীয় জাতীয়          কংগ্রেসের আমন্ত্রণে আগামী ১৭ ও ১৮ মার্চ নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে এ প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। এ ছাড়াও প্রতিনিধি দলটি ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবে। আগামী ১৯ মার্চ প্রতিনিধি দল ঢাকায় ফিরবে। এ বিষয়ে প্রতিনিধি দলের সদস্য ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের আমন্ত্রণে আমরা ভারত যাচ্ছি। সফরে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি বৈঠকে আমরা অংশ নেব। এদিকে ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির আমন্ত্রণে গত ১১ মার্চ ভারত সফরে যাওয়ার কথা ছিল আওয়ামী লীগের ২২ সদস্যের এক প্রতিনিধি দলের।

 কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের তারিখ চূড়ান্ত না হওয়া, বাংলাদেশের রাষ্ট্রপতির ওই সময়ে ভারত সফরে থাকায় এ সফর পিছিয়ে যায়। আগামী এপ্রিলে এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে আওয়াসী লীগের একটি সূত্র জানিয়েছে।

সর্বশেষ খবর