শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা
জাফর ইকবাল হত্যাচেষ্টা

ফয়জুলের বাবার স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুল হাসানের মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তার বাবা হাফিজ আতিকুর রহমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল মহানগর  হাকিম তৃতীয় আদালতে হাজির করা হলে বিচারক হরিদাস কুমার ফয়জুরের মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে কারাগারে পাঠান। এ সময় ফয়জুরের বাবা হাফিজ আতিকুর রহমান আগ্রহ প্রকাশ করলে ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেন বিচারক হরিদাস কুমার। আদালত সূত্র জানায়, জবানবন্দিতে ফয়জুরের বাবা আদালতকে বলেন, তিন-চার বছর ধরে ফয়জুরের ধর্মকর্ম পালনে পরিবর্তন আসে। একসময় সে সুন্নি মতাদর্শে বিশ্বাসী হলেও ওই সময় থেকে সে তা থেকে দূরে সরে যায়। ‘লা মাজহাবি’ মতাদর্শে বিশ্বাসী হয়ে ওঠে সে। তবে তার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা আছে— এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এর আগে রবিবার একই আদালতে ফয়জুরের মা, বাবা ও মামাকে হাজির করে তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত বাবা ও মামার পাঁচ দিন ও মা মিনারা বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

 রিমান্ড শেষে মঙ্গলবার মিনারা বেগমকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া ৮ মার্চ হামলাকারী ফয়জুরের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। হেফাজতে নিয়ে পুলিশ এখনো তাকে জিজ্ঞাসাবাদ করছে।

সর্বশেষ খবর