মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা
রাজনৈতিক মামলা

সুপ্রিম কোর্টের বাইরে বেঞ্চ গঠনের জন্য রিট আবেদন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাসহ সব রাজনৈতিক মামলা নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের বাইরে একটি বেঞ্চ গঠনের জন্য রিট আবেদন করা হয়েছে। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিটটি দায়ের করেন। তিনি সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টে রাজনৈতিক মামলার শুনানি থাকার কারণে কোর্টের গেট দিয়ে আইনজীবী, বিচারপ্রার্থী, আইনজীবী সহকারীদের পুলিশ  ভিতরে প্রবেশে বাধা দিচ্ছে। এসব মামলা শুনানির দিন ঘণ্টার পর ঘণ্টা আদালতের গেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দেশের ১৬ কোটি মানুষের জন্য উচ্চ আদালত। এখানে বিচারপ্রার্থী আসবে, জনগণ আসবে, বিচার সংশ্লিষ্টরা আসবে। কিন্তু বড় বড় রাজনৈতিক মামলা শুনানির দিন আদালত প্রাঙ্গণে প্রবেশে প্রতিনিয়িত পুলিশের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। পুলিশ সংবিধানের ৩৫ অনুচ্ছেদ লঙ্ঘন করছে। তাই রাজনৈতিক মামলা শুনানির জন্য সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বাইরে অন্যত্র সার্কিট বেঞ্চ গঠন করতে হবে।

সর্বশেষ খবর