বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা
বিশ্ব পানি দিবস আজ

নিরাপদ পানির সংকটে বহু মানুষ

নিজস্ব প্রতিবেদক

জারের পানির ব্যবসা এখন রমরমা। চা-রুটির ছোট্ট দোকান থেকে শুরু করে সব ধরনের অফিস-আদালতে খাওয়া হচ্ছে ফিল্টার পানি। পাইপে বাসাবাড়ি বা অফিস-আদালতে আসা খাওয়ার অনুপযোগী পানি থেকে নিজেদের নিরাপদ রাখতে এই পানি ব্যবহার করেন ভোক্তারা। আর ভেজাল পানির বিক্রেতারা প্রয়োজনীয়তার এ সুযোগের অপব্যবহার করে লাইনের অনিরাপদ পানি জারে ভরে ‘নিরাপদে’ পৌঁছে দিচ্ছেন ভোক্তাদের ঘরে ঘরে। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করলেও থামছে না অনিরাপদ পানির এই ব্যবসা।

বিশুদ্ধ পানির এ সংকটের মধ্যেই আজ ২২ মার্চ পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। ১৯৯৩ সাল থেকে জাতিসংঘের আহ্বানে এ দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের হিসাব অনুযায়ী, সারা বিশ্বের মোট ৭৮৩ মিলিয়ন অর্থাৎ ৭৮ কোটি ৩০ লাখ মানুষ নিরাপদ বা পানযোগ্য পানির অধিকার থেকে বঞ্চিত।

সর্বশেষ খবর