সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মরণদশায় এক সময়ের খরস্রোতা নদী

মরণদশায় এক সময়ের খরস্রোতা নদী

এক সময় নদী ছিল এখন শুধুই মাঠ। কোথাও তরুণরা ক্রিকেট খেলছে, আবার কোথাও কৃষক ধান চাষ করছে। কোনো কোনো নদী এই কাজেও লাগছে না। সেখানে শুধুই ধু-ধু বালুচর। এক সময়ের উত্তাল স্রোতের সেই নদীগুলো এখন শুধুই এলাকাবাসীর স্মৃতি। নদী নিয়ে বাংলাদেশ প্রতিদিনে ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্থ পর্ব। দেশের মানুষকে সচেতন করতেই নদীর ওপর আমাদের প্রতিবেদন অব্যাহত থাকবে। হারিয়ে যাওয়া নদীগুলো খননের মাধ্যমে আবারও ফিরে পাক তার ঐতিহ্য— সেটাই প্রত্যাশা।

 

পঞ্চগড়ের অধিকাংশ নদী এখন মরা খাল

সর্বশেষ খবর