সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শীতলক্ষ্যায় নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বালুবাহী বাল্কহেডের ধাক্কায় শুক্রবার রাতে শীতলক্ষ্যায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া পাঁচ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ও রবিবার সকালে দক্ষিণ রূপসীসহ আশপাশের এলাকায় লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেগুলো উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া পাঁচজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

যাদের লাশ উদ্ধার হয়েছে তারা হলেন—রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার    আজিজুল মিয়ার ছেলে কারখানা শ্রমিক লতিফ মিয়া (১৮), পূর্ব ধোলাইপাড় এলাকার রবিউল মিয়ার ছেলে টেইলার্স শ্রমিক শরীফ (২৮), একই এলাকার নাসির উদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী তুষার (২৬), জয়নাল মিয়ার ছেলে নাট বল্টু ব্যবসায়ী বাবু (২০) ও রূপগঞ্জের তারাব পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাসিম মোহাম্মদ রাজু (২৮)। আর কেউ নিখোঁজ না থাকায় ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌবাহিনীর সমন্বিত এই উদ্ধার অভিযান সমাপ্ত ষোষণা করা হয়েছে। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে শীতলক্ষ্যা নদীর ডেমরা ঘাট থেকে নৌকা ভাড়া করে শীতলক্ষ্যায় নৌভ্রমণে বেরিয়েছিলেন ১৪ বন্ধু। রাত সাড়ে ৯টার দিকে তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। তিনি জানান, ওই নৌকার ৯ আরোহী ও নৌকার মাঝি সাঁতরে এবং অন্য নৌযানের সহায়তায় তীরে ফিরতে পারলেও পাঁচজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের খোঁজে ডেমরা ফায়ার সার্ভিস ও পুলিশ ওই রাতেই নদীতে তল্লাশি শুরু করে। কিন্তু শনিবার রাত ৯টা পর্যন্ত কোনো লাশ না পেয়ে উদ্ধার কাজ সাময়িক স্থগিত করেন। রফিকুল ইসলাম জানান, এরপর শনিবার রাত সোয়া ১১টার দিকে নিখোঁজ তুষারের লাশ সুলতানা কামাল সেতুর উত্তর-পূর্ব পাশে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। আর গতকাল সকালে শীতলক্ষ্যা নদীর নোয়াপাড়া-চনপাড়া এলাকার আশপাশ থেকে লতিফ, জাসিম, বাবু এবং সকাল ১০টায় শরীফের লাশ পাওয়া যায়।

সর্বশেষ খবর