সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হলি আর্টিজান নিহতদের স্বজনদের সমবেদনা

জঙ্গি নেটওয়ার্ক ভেঙে পড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। ওই ঘটনার পর আমরা অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম। তবে আমরা দ্রুতই পরিস্থিতি  রিকভার করেছি। হলি আর্টিজানে হামলা পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রমাগত অভিযানে জঙ্গি নেটওয়ার্ক ভেঙে পড়েছে। গতকাল দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের স্বজনদের কাছে সমবেদনা জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জিরো টলারেন্স নীতিতে সন্ত্রাসীদের নির্মূল করা গেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। আমরা তাদের কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। যে কোনো জঙ্গি হামলা মোকাবিলায় আমরা সক্ষম। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

হলি আর্টিজান হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের পক্ষে তার ভাই জারেফ আইয়াজ হোসেন, ইশরাত জাহান আখন্দের পক্ষে তার বড় ভাই আলী হায়াত আখন্দ, অবিন্তা কবিরের পক্ষে তার মামা তানভীর আহম্মেদ ও তারিশি জৈনের পক্ষে তার চাচা নিরেন সরকার সমবেদনা পত্র গ্রহণ করেন। আনুষ্ঠানিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে সবার হাতে স্মারক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর