সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা
ঐতিহ্য

সুগন্ধা নদীতে নৌকাবাইচ

ঝালকাঠি প্রতিনিধি

সুগন্ধা নদীতে নৌকাবাইচ

গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা হবে শুনে সকাল থেকেই সুগন্ধা নদীর দুই পাড়ে কয়েক হাজার দর্শক উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছে। গতকাল সাড়ে ১১টায়  নদীর সুতালরি প্রান্ত থেকে নৌকাবাইচ শুরু হয়ে চার কিলোমিটার দূরবর্তী ৫ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পর্যন্ত গিয়ে আবার পৌর মিনি পার্ক এলাকায় এসে শেষ হয়।  বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করায় ঝালকাঠি জেলা প্রশাসন এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর শাহ আলম মজুমদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি,  রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। নৌকাবাইচ প্রতিযোগিতায় ঝালকাঠি জেলা প্রশাসন দল প্রথম ও ঝালকাঠি পৌরসভা দল দ্বিতীয় হয়। মোট ৪টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। অপর দল হলো ক্রীড়া সংস্থা ও ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন।  খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর