সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নদী দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নদী দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা নদী দখল করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। ২০১৩ সালে আমাদের একটি পানি নীতিমালা হয়েছে। এটিকে বিধিমালাসহ হালনাগাদ করা দরকার। গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ)  ‘ওয়ার্ল্ড ওয়াটার ডে-২০১৮’ উপলক্ষে ঢাকা স্কুল অব ইকোনমিসহ চারটি সংগঠনের যৌথ আয়োজনে এক সেমিনারে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমির গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান।

তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বার্থ ও অর্থনীতির কথা চিন্তা করে পানি নিশ্চিত করার জন্য সামাজিক চাহিদার কথা চিন্তা করে রাষ্ট্রকে এর ব্যবস্থা করতে হবে। পানি নীতিমালায় সুপেয় পানি নিশ্চিত করা, ভূ-গর্ভস্থ পানির সমস্যা মোকাবিলা করাসহ সব কিছুই অন্তর্ভুক্ত করা উচিত। এ ছাড়া নদী দখল হয়ে যাচ্ছে এটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, আমাদের দেশে বেশিরভাগ নদী ভারত থেকে প্রবাহিত হয়ে এসেছে। কিন্তু সেসব নদী ব্যবস্থাপনার জন্য আমাদের চুক্তি নেই বললেই চলে। তথ্যমন্ত্রী বলেন, উজান থেকে আশা সব নদীর নাব্যতা নিশ্চিত করার জন্য ভারত, নেপাল, ভুটানের সঙ্গে ইতিবাচক কূটনীতি চর্চা করে চুক্তিতে আবদ্ধ হতে হবে। এ ছাড়া গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনায় পানির অববাহিকাকে ব্যবস্থাপনার জন্য সমন্বিত প্রকল্প তৈরি করতে হবে।

সর্বশেষ খবর