শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে মার্কিন কূটনীতিকরা

কূটনৈতিক প্রতিবেদক

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে মার্কিন কূটনীতিকরা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে গতকাল বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের এমডি সায়েম সোবহান আনভীরের সঙ্গে সাক্ষাৎ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার নিকোলাস প্যাপের নেতৃত্বে প্রতিনিধি দল —বাংলাদেশ প্রতিদিন

দেশের সর্ববৃহৎ মিডিয়া গোষ্ঠী ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) কার্যালয় পরিদর্শন করেছে ঢাকার মার্কিন দূতাবাসের কূটনীতিকদের একটি প্রতিনিধি দল। গতকাল দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে এসে তারা বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সঙ্গে সাক্ষাৎ ও গ্রুপের গণমাধ্যমগুলোর সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। যুক্তরাষ্ট্রের দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাবলিক অ্যাফেয়ার্স অফিসার নিকোলাস প্যাপ। সঙ্গে ছিলেন দূতাবাসের ইনফরমেশন অফিসার জে জে জোরিয়া এবং হেড অব প্রেস অভীক রহমান। দূতাবাসের প্রতিনিধিরা সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইস্ট ওয়েস্ট মিডিয়ার সংবাদপত্র, অনলাইন নিউজপেপার, টিভি চ্যানেল ও রেডিওর কার্যক্রম সম্পর্কে জানতে চান। পরে তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক চর্চার ধারা, ব্যবসার পরিবেশ, রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান ইস্যুতে নিজেদের মত তুলে ধরেন। আলোচনায় নিকোলাস প্যাপ ইস্ট ওয়েস্ট মিডিয়ার গণমাধ্যমগুলোতে সরাসরি ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের বিভিন্ন সংবাদ প্রকাশ ও সম্প্রচারের বিষয়ে জোর দেন। ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এ বিষয়ে দূতাবাস প্রতিনিধিদের আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনাম আহমেদ চৌধুরী, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টিফোরের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশনস) হাসনাইন খুরশেদ, হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান, রেডিও ক্যাপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর মেহেদী মালেক সজীব প্রমুখ। মতবিনিময় শেষে দূতাবাস প্রতিনিধিরা সংবাদ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সংবাদ ব্যবস্থাপনা ও সম্প্রচারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

সর্বশেষ খবর