বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

খুলনা সিটির প্রার্থীরা এখন ঢাকামুখী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটির প্রার্থীরা এখন ঢাকামুখী

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী বাছাইয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন বড় দুই দলের তৃণমূল নেতা-কর্মীরা। খুলনায় আওয়ামী লীগের পর নগর বিএনপি নেতারাও মেয়র পদে প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি কেন্দ্রের ওপর ছেড়ে দিয়েছেন। গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে নগর বিএনপির সভায় খুলনা সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের জন্য নয় সদস্যবিশিষ্ট ‘কাউন্সিলর প্রার্থী মনোনয়ন বোর্ড’ গঠন করা হয়। নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে বোর্ডের চেয়ারম্যান করা হয়। তবে মেয়র পদে একক প্রার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নগর বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, ‘সভায় মেয়র পদে একক প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে সুপারিশ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দলের একাধিক মেয়র প্রার্থী নির্বাচনে আগ্রহী থাকায় ঐক্যের স্বার্থে প্রার্থিতা মনোনয়নের সিদ্ধান্ত কেন্দ্রের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। সেখান থেকে প্রার্থী চূড়ান্ত হলে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ জানা যায়, এরই মধ্যে বর্তমান মেয়র ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে নির্বাচনী প্রচারণায় থাকা জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এদিকে, মেয়র পদে একক প্রার্থী বাছাইয়ে তৃণমূলে আওয়ামী লীগও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেয়র প্রার্থী মনোনয়ন দিতে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আগ্রহী ১৪ প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে। তবে প্রার্থিতার তালিকা চার-পাঁচ জনে কমিয়ে আনা হচ্ছে। মেয়র প্রার্থী হিসেবে প্রচারণায় থাকা খুলনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়েছে। এ সভায় ওয়ার্ডভিত্তিক কাউন্সিলর বাছাই ও মেয়র পদে সম্ভাব্য ১৪ প্রার্থীর তালিকা থেকে চার-পাঁচ জনের তালিকা তৈরি করা হবে। এ তালিকা কেন্দ্রের মনোনয়ন প্যানেলে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ৬ এপ্রিল প্যানেলের আগ্রহী প্রার্থীরা ঢাকায় মনোনয়ন বোর্ডের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এরপর সরাসরি সাক্ষাৎকার ও মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত হবে। তবে মেয়র প্রার্থী হতে আগ্রহী নগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আনিছুর রহমান পপলুসহ আরও কয়েকজন এরই মধ্যে ঢাকায় অবস্থান করছেন। তারা দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে জোর লবিং করছেন বলে জানা গেছে। অন্যদিকে, রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী বলেন, দুই দিনের কর্মসূচিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আজ (বৃহস্পতিবার) রাতে খুলনায় আসছেন। তিনি ৬ এপ্রিল আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও ৭ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবেন।

সর্বশেষ খবর