মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগের দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় হয়। এতে বলা হয়, গত রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। সভায় নিম্নলিখিত ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা : ওসমান গণি লিটন (১নং ওয়ার্ড), হাজী আবদুল হালিম (২নং ওয়ার্ড), মো. সাইজুদ্দিন মোল্লা (৩নং ওয়ার্ড), এটিএম সফিউদ্দিন আহম্মেদ (৪নং ওয়ার্ড),  মো. সোহরাব উদ্দিন সরকার (৫নং ওয়ার্ড), মো. গিয়াস উদ্দিন মোল্লা (৬নং ওয়ার্ড), মো. হুমায়ুন কবির খান (৭নং ওয়ার্ড), মো. সেলিম রহমান (৮নং ওয়ার্ড), মো. শফিকুল আমিন তপন (৯নং ওয়ার্ড), মো. খলিলুর  রহমান (১০নং ওয়ার্ড), সঞ্জিত সরকার (১১নং ওয়ার্ড), মো. আব্বাস উদ্দিন খোকন (১২নং ওয়ার্ড), মো. খোরশেদ আলম সরকার (১৩নং ওয়ার্ড), মো. আবদুল মজিদ বিএসসি (১৪নং ওয়ার্ড), আলহাজ আ. হামিদ মুন্সী (১৫নং ওয়ার্ড), আলহাজ মো. সিদ্দিকুর রহমান (১৬নং ওয়ার্ড), আলহাজ মো. রফিকুল ইসলাম (১৭নং ওয়ার্ড), মো. ছফর আলী (১৮নং ওয়ার্ড), মো. আ. লতিফ তালুকদার (১৯নং ওয়ার্ড), মো. মঞ্জুর হোসেন খান (২০নং ওয়ার্ড), এস এম ফারুক আহম্মেদ (২১নং ওয়ার্ড), মো. নজরুল ইসলাম মল্লিক (২২নং ওয়ার্ড), অ্যাড. মো. শামসুজ্জামান (২৩নং ওয়ার্ড), মো. জাহাঙ্গীর আলম (২৪নং ওয়ার্ড), মো. শওকত আলম (২৫নং ওয়ার্ড), মো. আবদুল করিম (২৬নং ওয়ার্ড), মো. জবেদ আলী (জবে) (২৭নং ওয়ার্ড), অ্যাড. মো. জাকির হোসেন (২৮নং ওয়ার্ড), মো. আফসার উদ্দিন (২৯নং ওয়ার্ড), মো. জান্নাতুর রহমান (৩০নং ওয়ার্ড), মো. মকবুল হোসেন মোক্তার (৩১নং ওয়ার্ড), আলহাজ মোহাম্মদ আলী (৩২নং ওয়ার্ড), মো. মিজানুর রহমান (৩৩নং ওয়ার্ড), মো. জহিরুল হক হারুক হক (হারুন সিপাহী) (৩৪নং ওয়ার্ড), মো. নূরে আলম নূরু (৩৫নং ওয়ার্ড), মনির হোসেন (৩৬নং ওয়ার্ড), হাজী মো. সাইফুল ইসলাম দুলাল (৩৭নং ওয়ার্ড), আলহাজ মো. জিল্লুর রহমান মুকুল (৩৮নং ওয়ার্ড), মাসুদুল হাসান বিল্লাল (৩৯নং ওয়ার্ড), মো. আজিজুর রহমান শিরিশ (৪০নং ওয়ার্ড), মো. বাসির উদ্দিন (৪১নং ওয়ার্ড), মো. আওলাদ হোসেন (৪২নং ওয়ার্ড), মো. আসাদুর রহমান কিরণ (৪৩নং ওয়ার্ড), মো. মাজহারুল ইসলাম দিপু (৪৪নং ওয়ার্ড), মো. শাহ আলম রিপন (৪৫নং ওয়ার্ড), মো. নুরুল ইসলাম নূরু (৪৬নং ওয়ার্ড), মো. হেলাল উদ্দিন (৪৭নং ওয়ার্ড), মো. জাকির হোসেন খোকন (৪৮নং ওয়ার্ড), মো. ফারুক হোসেন (৪৯নং ওয়ার্ড), কাজী আবু বক্কর সিদ্দিক (৫০নং ওয়ার্ড), মো. মজিবুর রহমান (৫১নং ওয়ার্ড), আবদুল আলীম মোল্লা (৫২নং ওয়ার্ড), মো. সেলিম হোসেন (৫৩নং ওয়ার্ড), ইঞ্জি. এম এম হেলাল উদ্দিন (৫৪নং ওয়ার্ড), মো. দুলাল মৃধা (৫৫নং ওয়ার্ড), মো. আবুল হোসেন (৫৬নং ওয়ার্ড), মো. গিয়াস উদ্দিন সরকার (৫৭নং ওয়ার্ড)। গাজীপুরের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা : ওয়ার্ড ১, ২, ৩ পারভীন আক্তার; ৪, ৫, ৬ মুক্তি আক্তার; ৭, ৮, ৯ কাজী পারভীন আক্তার; ১০, ১১, ১২ শাহনাজ পারভীন; ১৩, ১৪, ১৫ মোসা. বকুল আক্তার; ১৬, ১৭, ১৮ মোসা. আমেনা খাতুন; ১৯, ২০, ২১ মোসা. সুফিয়া সরকার; ২২, ২৩, ২৪ মোসা. আঞ্জুমান আরা; ২৫, ২৬, ২৭ নাসেরা সুলতানা বেবী; ২৮, ২৯, ৩০ মোসা. আয়েশা আক্তার; ৩১, ৩২, ৩৩ সালেমা খাতুন; ৩৪, ৩৫, ৩৬ রিনা আক্তার; ৩৭, ৩৮, ৩৯ শিরিন আক্তার; ৪০, ৪১, ৪২ হোসনে আরা সিদ্দিকী জুলি; ৪৩, ৪৪, ৪৫ ফেরদৌসি জামান ফিরু; ৪৬, ৪৭, ৪৮ আফরোজা আক্তার; ৪৯, ৫০, ৫১ শিরিন আক্তার; ৫২, ৫৩, ৫৪ অ্যাড. শাহিনা আক্তার মুক্তা; ৫৫, ৫৬, ৫৭ রাখি সরকার। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা : ওয়ার্ড-০১ শাহাদাৎ মিনা; ওয়ার্ড-০৩ মাস্টার আবদুস সালাম; ওয়ার্ড-০৪ মো. গোলাম রাব্বানী; ওয়ার্ড-০৫ মো. হারুন অর রশিদ; ওয়ার্ড-০৬ এস এম ওয়াজেদ আলী মজনু; সংরক্ষিত আসন-১ (ওয়ার্ড- ০১, ০২ ও ০৩) ফাতেমা তুজ জোহরা; সংরক্ষিত আসন- ০২ (ওয়ার্ড- ০৪, ০৫ ও ১৬) সাহিদা বেগম। ওয়ার্ড-০২ (খানজাহান আলী) মো. সাকিল আহমদ।

ওয়ার্ড-০৭ শেখ সেলিম আহমেদ, ওয়ার্ড-০৮ মো. সাহিদুর রহমান, ওয়ার্ড-০৯ মোল্লা হায়দার আলী, ওয়ার্ড-১০ ডা. এস এম সায়েম মিয়া, ওয়ার্ড-১১ মুন্সি আবদুল ওয়াদুদ (মুক্তিযোদ্ধা); ওয়ার্ড-১২ মো. আসলাম খান মুরাদ; ওয়ার্ড- ১৩ এস এম খুরশীদ আলম টোনা; ওয়ার্ড-১৪ মো. শাহজাহান জমাদ্দার; ওয়ার্ড-১৫ মো. আমিনুল ইসলাম মুন্না; সংরক্ষিত আসন-০৩ (ওয়ার্ড- ০৭, ০৮ ও ১০) রেহানা গাজী; সংরক্ষিত আসন-০৪ (ওয়ার্ড- ১১, ১২ ও ১৩)  পারভীন আক্তার; সংরক্ষিত আসন-০৫ (ওয়ার্ড- ০৯, ১৪ ও ১৫) তাসলিমা আক্তার লিমা।

ওয়ার্ড-১৬ শেখ আবিদ উল্লাহ, ওয়ার্ড- ১৭ এস এম মনিরুজ্জামান সাগর, ওয়ার্ড-১৮ টি এম আরিফ, ওয়ার্ড- ১৯ হাজী মো. মোতালেব মিয়া, ওয়ার্ড-২০ চ. ম. মুজিবর রহমান, ওয়ার্ড-২৫ মো. আলী আকবর টিপু, ওয়ার্ড-২৬ শেখ আবদুল আজিজ, সংরক্ষিত আসন-০৬ (ওয়ার্ড- ১৬, ১৭ ও ১৮) আমেনা হালিম বেবী, সংরক্ষিত আসন- ০৭ (ওয়ার্ড- ১৯, ২০, ২৫ ও ২৬) মাহমুদা বেগম।

২১নং ওয়ার্ড শামছুজ্জামান মিয়া স্বপন, ২২নং ওয়ার্ড কাজী আবুল কালাম আজাদ বিকু, ২৩নং ওয়ার্ড  বিরেন্দ্রনাথ ঘোষ, ২৪নং ওয়ার্ড এ এন এম মাঈনুল ইসলাম নাসির, ২৭নং ওয়ার্ড  জেড এ মাহমুদ ডন, ২৮নং ওয়ার্ড আজমল আহমেদ তপন, ২৯নং ওয়ার্ড মো. সাইফুল ইসলাম, ৩০নং ওয়ার্ড এস এম মোজ্জাফফ রশিদী রেজা, ৩১নং ওয়ার্ড এস এম আসাদুজ্জামান রাসেল, সংরক্ষিত আসন-০৮ (ওয়ার্ড-২১, ২২, ২৩) হালিমা ইসলাম, সংরক্ষিত আসন-০৯ (ওয়ার্ড- ২৪, ২৭, ২৮) নিভানা পারভীন, সংরক্ষিত আসন-১০ (ওয়ার্ড- ২৯, ৩০, ৩১) লুত্ফুন নেছা লুত্ফা।

এদিকে ওই বৈঠকেই স্থানীয় সরকার নির্বাচনে খুলনা সিটি করপোরেশনে তালুকদার আবদুল খালেক এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

সর্বশেষ খবর