মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

খালেক সমর্থকদের উচ্ছ্বাস খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেননি খুলনার সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক এমপি। তবে সার্বিক পরিস্থিতি যাচাই-বাছাই করে দলীয় মনোনয়ন বোর্ড তাকেই এবার খুলনার মেয়র প্রার্থী ঘোষণা করেছে। আর এতে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

গতকাল (সোমবার) সকালে তালুকদার আবদুল খালেককে দলীয় মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছে মহানগর ছাত্রলীগ। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন। দুপুরে খুলনা নির্বাচন কমিশন কার্যালয় থেকে তালুকদার আবদুল খালেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ছোট ভাই আবদুল জলিল তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা সুজন আহমেদ ও ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সোহেল বিশ্বাস উপস্থিত ছিলেন। সুজন আহমেদ বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী তালুকদার আবদুল খালেকের পক্ষে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আগামী ১২ এপ্রিল তিনি নিজেই এই মনোনয়নপত্র জমা দেবেন। জানা যায়, ২০১৩ সালে খুলনা সিটি নির্বাচনে পরাজয়ের পর তালুকদার আবদুল খালেক বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় নেতাকর্মীদের অসহযোগিতার কারণে তিনি ওই নির্বাচনে পরাজিত হয়েছিলেন বলে বিভিন্ন সময়ে সাংবাদিকদের জানিয়েছেন। তবে এবার দল থেকে তাকে পূর্ণ সহায়তা দেয়া হচ্ছে বলে আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছেন। দলের সর্বশেষ বর্ধিত সভায়ও তার পক্ষে নেতা-কর্মীরা সমর্থন জানায়। রবিবার দিবাগত রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় তালুকদার আবদুল খালেককে কেসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।

সর্বশেষ খবর