মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

জাহাঙ্গীর বললেন আধুনিক শহর গড়ব

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেওয়ায় তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। এ ছাড়া মেয়র পদে আজমত উল্লা খানসহ অন্য যারা প্রার্থী ছিলেন তাদের সঙ্গে নিয়ে কাজ করব। করপোরেশনের সব ভোটার, নেতা-কর্মীসহ সবাইকে নিয়ে গাজীপুরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। এর জন্য দলের জ্যেষ্ঠ নেতা ও কর্মীদের সঙ্গে আলোচনা শুরু করেছি। রাজধানী ঢাকার সবচেয়ে কাছের শিল্পনগর খ্যাত গাজীপুরকে সব সুযোগ-সুবিধাসম্পন্ন নগর করাই আমার মূল লক্ষ্য।’ আর এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। গতকাল দুপুরে সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন পাওয়ায় সকাল থেকে নেতা-কর্মীরা তার বাসায় জড় হন এবং তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। তিনি দলীয় মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতা-কর্মীরা আনন্দ ও উত্ফুল্লতা প্রকাশ করেন। জাহাঙ্গীর আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যিনি আমাদের দলের সর্বোচ্চ স্থানে আছেন সেই নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। তাই আমি আশা করি আওয়ামী লীগের সবাই আমার পক্ষে নির্বাচনে অংশ নেবেন।’ তিনি আরও বলেন, ‘আমি শুধু আমাদের অন্য প্রার্থী বা দলীয় কর্মীকে বলছি না। আমি চাই সব ধর্মের মানুষ, পেশাজীবী সংগঠনসহ সবাই নৌকার পক্ষে কাজ করবেন।’

অন্যদিকে মনোনয়নবঞ্চিত মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘সিটি নির্বাচনে মনোনয়ন পাওয়ার চেয়ে দলের নেত্রী প্রধানমন্ত্রী ও জনগণের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড়। তবে আমি মনোনয়ন না পেলেও দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’

এদিকে মনোনয়নপ্রত্যাশী এই প্রবীণ নেতা গতকাল সকাল থেকে সারা দিন টঙ্গীর নিজ বাড়িতে অবস্থান করেন। অন্যদিকে গতকাল বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নান ছিলেন ঢাকায় নিজ বাসায়। তবে অন্য মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার সকাল থেকে সন্ধ্যা অবধি টঙ্গী এলাকায় নেতা-কর্মীদের খোঁজখবর নেন। এদিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম গতকাল সকালে নিজ বাসায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি নিজ কর্মস্থল গাজীপুর আইনজীবী সমিতি ও আদালত প্রাঙ্গণে এসে আইনজীবীদের সঙ্গে দেখা করে শহরের মূল সড়ক দিয়ে হেঁটে গাজীপুর ক্লাবে যান। এ সময় মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন বিষয়ে একটি কর্মপরিকল্পনা আঁটেন। আজ তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর