মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
কী থাকছে প্রার্থীদের ইশতেহারে

গাজীপুরে নানা প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। কেউ বলছেন, গাজীপুরকে একটি আধুনিক নগর বানাবেন। আবার কেউ বলছেন গাজীপুর হবে একটি ডিজিটাল নগর। কেউ কেউ বলছেন মাদকমুক্ত মহানগর গড়তে চাই। মহানগরের এ প্রান্ত থেকে ওই প্রান্তে এখন একই আলোচনা— সিটি নির্বাচন। আর এই আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে কে হবেন মেয়র। প্রতিশ্রুতিতে পিছিয়ে নেই সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীরাও। তবে নগরবাসী দেখার অপেক্ষায় আছেন আনুষ্ঠানিক নির্বাচনী ইশতেহারের। সাধারণ ভোটাররা বলছেন, প্রার্থীরা ভোট পেতে নানা ধরনের ইশতেহার দেন ঠিকই, তবে নির্বাচিত হলে তা আর মনে রাখেন না। ইশতেহারের খসড়া : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ‘নগরের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই’ এই স্লোগান সামনে রেখে তার নির্বাচনী ইশতেহারের খসড়া প্রস্তুত করেছেন। তিনি তার ইশতেহারের শুরুতে উল্লেখ করেন, ‘ভাওয়াল রাজার স্মৃতিবিজড়িত গাজীপুর সিটি করপোরেশনকে আধুনিক নাগরিক সুবিধাসংবলিত শিক্ষা ও সায়েন্স সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাস্টারপ্ল্যান প্রণয়ন করব।’ এদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুরকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। আর একটি পরিকল্পিত নগর গড়ার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনী ইশতেহার তৈরি করছেন বলে জানা গেছে। যদিও বিএনপির মেয়র প্রার্থী নির্বাচনী ইশতেহার নিয়ে এখনো কোনো কথা বলেননি। গাজীপুর জেলা বিএনপির একটি সূত্র জানায়, তাদের মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ৩-৪ মে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনী এই ইশতেহারে যা থাকতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো— নগরের পাড়া-মহল্লার সড়কগুলো উন্নত করা। পুরো নগরের ড্রেনেজব্যবস্থায় আমূল পরিবর্তন আনা। শুধু তাই নয়, শিল্পকারখানার শ্রমিকদের সুবিধার্থে করা হবে একটি অত্যাধুনিক হাসপাতাল। যেখানে অতি সহজে চিকিৎসা পাবেন শ্রমিকরা। শ্রমিকদের জন্য আলাদাভাবে আবাসনের ব্যবস্থাও করা হবে বলে জানা গেছে। পাশাপাশি থাকবে নারী শ্রমিকদের জন্যও আলাদা ব্যবস্থা। থাকবে নগরের ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষ নাগরিকের পরামর্শে উন্নয়নব্যবস্থা। আর এখানে থাকবে না কোনো দলাদলি। নির্বাচনী ইশতেহারে থাকবে নগরের গ্যাস ও বিদ্যুৎ সমস্যা দূরীকরণ। থাকবে স্কুল, কলেজের অবকাঠামোসহ নানা উন্নয়ন। স্থানীয় কয়েকজন নেতা জানিয়েছেন, ইশতেহারে উন্নয়ন কর্মকাণ্ডের নানা বিষয় স্থান পাবে।

সর্বশেষ খবর