মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সবাই এখন পরিবর্তন চায় : বি. চৌধুরী

সবাই এখন পরিবর্তন চায় : বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘দেশের গণতন্ত্রকামী সবাই এখন পরিবর্তন চায়। আমরাও যুক্তফ্রন্টের পক্ষ থেকে পরিবর্তনের পক্ষে কাজ করছি। জেলায় জেলায় কর্মসূচি নিয়ে যাচ্ছি। সামনে আরও যাব। গণতন্ত্র রক্ষায় ভুল বোঝাবুঝির অবসান করে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোকেই ভূমিকা পালন করতে হবে।’ গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র সংকুচিত হতে হতে যখন নিশ্চিহ্ন হওয়ার পথে তখন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। গণতন্ত্রপ্রিয় মানুষ এবং যেসব রাজনৈতিক দল স্বাধীনতা সার্বভৌমত্ব এবং উদার গণতন্ত্রের সপক্ষে রয়েছেন তাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একই সঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যতে রাজনীতি আবারও যেন গণতন্ত্রবিরোধী রূপ না নেয় তার প্রতি লক্ষ্য রাখতে হবে।  দেশের স্বার্থেই তা নিশ্চিত করতে হবে।’ সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, ‘আগামী দিনগুলোতে রাজনীতিবিদদের দায়িত্ব হবে তাদের নেতা-কর্মী ও ভবিষ্যৎ নেতাদের এই মর্মে প্রশিক্ষিত করে তোলা। জনগণের কাছে যেতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরাও জোটগতভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’

সর্বশেষ খবর