মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনের আগে আমরা জাতীয় ঐক্য চাই : রব

নির্বাচনের আগে আমরা জাতীয় ঐক্য চাই : রব

একাদশ জাতীয় নির্বাচনের আগে চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্য চান যুক্তফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে যদি অবাধ, সুষ্ঠু ও  নিরপেক্ষ করতে হয়, তাহলে অবশ্যই সরকারকে পদত্যাগ করতে হবে। তাদের ক্ষমতা ছাড়তেই হবে। চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’ গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন জেএসডি সভাপতি। যুক্তফ্রন্টের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ নিয়ে খুব শিগগিরই যুক্তফ্রন্টের বৈঠকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেখানেই আগামী দিনে আমরা কী করব তা চূড়ান্ত করা হবে।’ আসন্ন সিটি করপোরেশনে মন্ত্রী-এমপিদের ভোট চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে এমপি-মন্ত্রীদের ভোট চাওয়া এটা আরপিওতে অতীতে ছিল না। এটাও একটি জঘন্যতম পদক্ষেপ। এটা অবিলম্বে নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। এটা নিয়ে খুনোখুনি ও রক্তারক্তি আরও বাড়বে। এটা করলে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা আরও বাড়বে।’ সরকারি চাকরিতে কোটা নিয়ে চলমান আন্দোলন প্রসঙ্গে আ স ম আবদুর রব বলেন, ‘কোটা নিয়ে সরকার একটা চাতুরী করেছে। আন্দোলনকারীরা চেয়েছে সংস্কার। কিন্তু বাতিলের নামে সরকার একটি পক্ষকে খেপিয়ে তুলছে। মুক্তিযোদ্ধাসহ অনগ্রসরদের খেপিয়ে মাঠ গরম করতে চাইছে সরকার। এটা ঠিক হচ্ছে না। শতভাগের মধ্যে যদি ৫৫ ভাগ কোটায় চলে যায় তাহলে মেধার দরকার কী? তাহলে পরীক্ষারই কী দরকার। পরীক্ষা ছাড়াই কোটা ভাগ করে দিতে পারে। আমরা মনে করি কোটা সংস্কার হওয়া জরুরি। কোটা সংস্কারের আন্দোলনকে আমি পুরোপুরি সমর্থন করি।’ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল থেকে ২০-৩০ জন ছাত্রীকে বের করে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুক্তফ্রন্টের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা কি পাকিস্তানে বসবাস করছি। প্রভোস্ট ছাত্রীদের হল থেকে বের করে দিয়ে হুঙ্কার দিয়ে এখন বলছে, সামনে ২ হাজার মেয়েকে বের করে দেওয়া হবে। এটা জঘন্যতম কাজ। এতটা ঔদ্ধত্য পায় কোথায় সে? এটা কি পাকিস্তান। আন্দোলনকারীরা তো অন্যায় কিছু দাবি করেনি। তারা সরকার ও রাষ্ট্রের কাছে একটি দাবি জানিয়েছে। এটা রাষ্ট্রদ্রোহিতা নয়। বাংলাদেশ এ জন্য স্বাধীন করা হয়নি।’

সর্বশেষ খবর