মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত

প্রতিদিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আতিক ও রাজিব নামে দুই ডাকাত নিহত হয়েছে। এদিকে, কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আল আমিন নিহত হয়েছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আতিক ও রাজিব নামে দুই ডাকাত নিহত ও ৪ র‌্যাব সদস্য আহত হয়েছে। রবিবার রাত সোয়া ১২টার দিকে গোমাপুর উপজেলার কুইচ্চাগাড়া আড়গাড়া রোডে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের নাম আতিক ও অন্যজন হচ্ছে রাজিব। আতিক গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর রিফিউজিপাড়া গ্রামের কুল্লুর রহমান ওরফে সাদিকুল ইসলাম অনুর ছেলে এবং রাজিব ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী গ্রামের বাহার আলীর ছেলে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র‌্যাব-৫ রাজশাহীর  সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, র‌্যাব সদস্যরা কুইচ্চাগাড়া আড়গাড়া রোডে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় একদল ডাকাত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গোলাগুলির সময় দুজন ডাকাত গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, একটি বুলেট, ৩টি হাঁসুয়া, একটি চাইনিজ কুড়াল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। গোমস্তাপুর থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, আতিকের নামে ৪টি এবং রাজিবের নামে দুটি মামলা রয়েছে। কুমিল্লা:কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আল আমিন (৩৫) নিহত হয়েছে। রবিবার রাত দেড়টার দিকে জেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুন্ডা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫টি মুখোশ ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে। নিহত আল আমিন জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আল আমিন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কসহ মুরাদনগর এবং আশ-পাশের উপজেলায় ডাকাতি করে আসছিল। রবিবার রাত দেড়টার দিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুন্ডা এলাকায় ডাকাত আল আমিন তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে থানা ও ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। মুরাদনগর  থানার ওসি একেএম মঞ্জুর আলম জানান, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের এক পর্যায়ে ডাকাত আল আমিন এবং পুলিশের এসআই গোফরান ও কনস্টেবল শামীমমহ ৩ পুলিশ আহত হয়। আহত আল আমিনকে উদ্ধার করে কমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে মুরাদনগরসহ বিভিন্ন থানায় ৯টি ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

সর্বশেষ খবর