মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

নিজস্ব প্রতিবেদক

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। গতকাল বেলা ২টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে আজাদ প্রোডাক্টের গলি থেকে বিশাল মিছিলটি দৈনিক বাংলা মোড়ের দিকে অগ্রসর হলে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কাছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেধড়ক লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের এলোপাতাড়ি লাঠিচার্জে অনেকে আহত হয়েছেন। ঘটনার সময়ে ছাত্রদল মহানগর পূর্ব সভাপতি এনামুল হক এনামসহ চকবাজার, যাত্রাবাড়ী লালবাগের ২০/২২ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধ্বস্তি হয়। নেতা-কর্মীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নেয় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকা গুলি ছুড়তেও দেখা যায়। ঘটনাস্থলে আলোকচিত্র তোলার সময় বেসরকারি টেলিভিশন ‘বাংলা টিভি’ রিপোর্টার ও ফটোগ্রাফারকে পুলিশ আটক করে পল্টন থানায় নিয়ে আসে। পরে সাংবাদিকরা যেখানে গেলে তাদের দুজনকে  ছেড়ে  দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমানসহ ছয়-সাতজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে পুরানা পল্টন এলাকায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। ঝটিকা মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম বাবুল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, বজলুল করিম আবেদ চৌধুরী আবেদ, মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করীব বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও  সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের মহানগরের নেতারা অংশ নেন। এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত রবিবার বিএনপি মহানগর উত্তরের উদ্যোগে বাড্ডায় বিক্ষোভ মিছিল করা হয়। সেখানে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সর্বশেষ খবর