মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে তিন ‘জঙ্গি’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রবিবার গভীর রাতে নগরীর বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করেন র‌্যাব-৫-এর সদস্যরা। র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পুঠিয়ার পশ্চিম জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহমেদ (২৪), জামিরা গ্রামের আকতার আলীর ছেলে ফরহাদ হোসাইন (৩০) ও আক্কাস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)। তাদের কাছ থেকে পাঁচটি উগ্রবাদী জিহাদি বই, তিনটি লিফলেট, চারটি মোবাইল ফোন সেট, ছয়টি সিমকার্ড ও দুটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় তারা সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছিল। র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে বানেশ্বর বাজার থেকে রাজু আহমেদকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে রাত ৩টার দিকে জামিরা গ্রামে অভিযান চালিয়ে ফরহাদ হোসাইন ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর