রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আগে সংগঠনগুলোর সহাবস্থান জরুরি

----— আকরামুল হাসান

আগে সংগঠনগুলোর সহাবস্থান জরুরি

ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে সবার আগে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান। সদ্য কারামুক্ত ছাত্রদলের এই সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক ও একাডেমিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। একতরফাভাবে ভোটার তালিকা করে যদি ছাত্রদলকে বলে নির্বাচনে অংশ নিন, তাহলে তো সুষ্ঠু ভোট হবে না। এ জন্য ছাত্রদের ক্যাম্পাসে নিয়মিত ক্লাস ও রাজনীতি করার সুযোগ সৃষ্টি করতে হবে। কিন্তু ঢাবি প্রশাসন এখন পর্যন্ত আমাদের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা করেনি।’ আকরামুল হাসান বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই ডাকসু নির্বাচনের পক্ষে। কিন্তু এই নির্বাচন যদি প্রহসনের হয়, তাহলে জেনেশুনে তো অংশ নিয়ে লাভ নেই। সত্যিকারার্থেই নির্বাচনকে সুষ্ঠু করতে হলে পরিবেশ পরিষদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সব ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তাদের কথা বলতে হবে। সবার মতামত নিয়েই ভোটের পরিবেশ সৃষ্টি করতে হবে। কিন্তু তারা যদি একটি ছাত্র সংগঠনের কথা শুনে সব কিছু করে যদি বলে নির্বাচনে অংশ নেন, তাহলে তো হবে না। ওই নির্বাচন জাতির প্রত্যাশা পূরণ করবে না। আজ্ঞাবহ পরিবেশ পরিষদকে কেউ মেনে নেবে না।’  তিনি আরও বলেন, ‘অবিলম্বে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে ডাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদের সমন্বয়ে গঠিত পরিবেশ পরিষদকে। আমাদের দাবি-দাওয়া শুনতে হবে। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নির্দেশিত রোডম্যাপ তৈরি করলে তো নির্বাচন সুষ্ঠু হবে না। এ জন্য সব ছাত্রকে ক্যাম্পাসে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। তাদের সংগঠন করার সুযোগ দিতে হবে। তা না করে আমাদের হাত-পা বেঁধে সাঁতার কাটতে দিলে তা তো হবে না।’

সর্বশেষ খবর