শিরোনাম
রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

শান্তিনিকেতনের অনুষ্ঠানে যাচ্ছেন হাসিনা ও মোদি

নয়াদিল্লি প্রতিনিধি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। উদ্বোধনী আনুষ্ঠানটি হবে ২৫/২৬ মে। দুই নেতার আগমন সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও সরকারিভাবে এই সংবাদের সত্যতা স্বীকার করেছেন উভয় দেশের কূটনৈতিক মহল। জানা গেছে, অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও উপস্থিত থাকবেন। বাংলাদেশের অর্থসাহায্যে বিশ্বভারতীতে গড়ে উঠেছে বাংলাদেশ ভবন। এই ভবনের জাদুঘরে কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে একটি প্রদর্শনী থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করলে তিনি শেখ হাসিনার সঙ্গে শান্তিনিকেতনে তার সম্ভাব্য সাক্ষাতের কথা জানিয়েছিলেন। এর আগে গত মাসে লন্ডনে দুই প্রধানমন্ত্রীর কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ হয়। দুইদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মাহাত্মা গান্ধীর জন্মশতবার্ষিকী পালন কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি আসেন। সেই সময় তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদিরও কথা হয়েছে। সাত হাজার বর্গফুট জমির ওপর গড়ে উঠেছে এই দ্বিতল বাংলাদেশ ভবন। এখানে বাংলাদেশবিষয়ক গবেষণার সুযোগ থাকবে বলে হাইকমিশন সূত্রে জানা গেছে। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৫ কোটি টাকা। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময়ে এই ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। ভবনের একাংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে।

সর্বশেষ খবর