রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে হঠাৎ গুলি আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তার পিস্তল থেকে গুলি বেরিয়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল সন্ধ্যায় বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। পুলিশ জানায়, অসাবধানতাবশত গুলি বেরিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এপিবিএন সদস্যরা দায়িত্ব হস্তান্তরের সময় পিস্তল চেক করছিলেন।

এ সময় অসাবধানতাবশত একটি গুলি বের হয়ে যায়। শাহজালালে কর্তব্যরত এপিবিএনের এএসপি তারিক আহমেদ আস সাদিক জানান, দায়িত্ব হস্তান্তরের সময় পিস্তল থেকে মিস ফায়ার হয়েছে। বিমানবন্দর থানা পুলিশ জানায়, ওই গেটে এপিবিএনের এসআই আবদুল লতিফ তার পিস্তলের গুলি চেক করছিলেন। হঠাৎ একটি গুলি ভুলক্রমে পিস্তল থেকে বের হয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়। এতে আশপাশের লোকজনের মধ্যে ছোটাছুটি শুরু হয়। অনেকে বোমা আতঙ্কে কর্মস্থল থেকে বের হয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলিতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছিল অনেক।

সর্বশেষ খবর