বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা
কোটা নিয়ে মানববন্ধন

প্রজ্ঞাপন না হলে রবিবার থেকে ফের আন্দোলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রজ্ঞাপন না হলে রবিবার থেকে ফের আন্দোলন

দ্রুত সময়ের মধ্যে কোটার প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

আজকের মধ্যে কোটা বাতিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা না হলে আবারও আন্দোলনে যাবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এক মানববন্ধনে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন।

এর আগে বেলা ১১টায় ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড় হতে থাকেন। সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে যান। সেখানে এক হাজারেরও বেশি শিক্ষার্থী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। মানববন্ধনটি ঢাবি কলা ভবনের মূল ফটক ছাড়িয়ে উপাচার্য চত্বর পর্যন্ত দীর্ঘ হয়। দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত মানববন্ধন চলে। মানববন্ধন কর্মসূচি শেষে রাজু ভাস্কর্যের সামনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আমরা চাই, সরকার আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে কোটা বাতিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। তাঁর সেই ঘোষণার পর এখন পর্যন্ত কোটা বাতিলের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কোটা বাতিলের ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ জাবি ইউনিটের ব্যানারে মানববন্ধনের স্লোগান ছিল ‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা সময়োপযোগী। কিন্তু সেই ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ না করায় ছাত্রসমাজের মধ্যে হতাশার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় : কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচির আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীর দাবি মেনে নিয়ে কোটা বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। বলা হয়েছিল ৭ মে প্রজ্ঞাপন জারি করা হবে কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। বরিশাল : কোটা পদ্ধতি বাতিলে সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-বরিশাল-কুয়াকাটা সড়কের পাশে শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। বক্তারা বলেন, কোটা বাতিলের যে যুগান্তকারী ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন তা বাস্তবায়ন করতে হবে। যতদিন প্রজ্ঞাপন জারি না করা হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। শাহজালাল বিশ্ববিদ্যালয় : কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নেত্রকোনা : ‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’—এই স্লোগানে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের সিদ্ধান্ত দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে শহরের সাতপাই নেত্রকোনা সরকারি কলেজের সামনে সড়কে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়। ইবি : কোটা প্রথা বাতিলের ঘোষণা বাস্তবায়ন করতে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র ব্যানারে বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরের পাদদেশে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানববন্ধন শেষে শিক্ষার্থীরা র‌্যালি নিয়ে যেতে চাইলে প্রক্টর, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিষেধ করে। পরে তারা আবারও একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর