বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

রূপগঞ্জ থেকে এখনো মাসোয়ারা নেন সাবেক দুই ওসি

নিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জ থেকে এখনো মাসোয়ারা নেন সাবেক দুই ওসি

ইসমাইল হোসেন - ফোরকান সিকদার

দুর্নীতি আর অনিয়মের অভিযোগে রূপগঞ্জ থানা থেকে প্রত্যাহার হওয়া রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন ও রূপগঞ্জ থানার সাবেক ওসি বর্তমানে পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান সিকদার এখনো ওই এলাকা থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাদক ব্যবসা, শিল্পাঞ্চল ও গণপরিবহনে চাঁদাবাজি, ঝুট আর বালু ব্যবসায় এবং জমি ব্যবসা থেকে এই মাসোয়ারা আদায় হয় বলে জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, রূপগঞ্জ থেকে সদ্য প্রত্যাহূত হয়ে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়া রূপগঞ্জ থানার সাবেক ওসি ইসমাইল হোসেন ও তার আশ্রয়দাতা নারায়ণগঞ্জ জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে পিবিআইর এএসপি ফোরকান সিকদার      এখনো রূপগঞ্জ থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করছেন।  বিভিন্ন সূত্র জানায়, উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় লেগুনা পরিবহন থেকে মাসে ৪০ লাখ টাকা চাঁদা আদায় করেন স্থানীয় কাউন্সিলর আনোয়ার হোসেন। ট্রাকস্ট্যান্ডে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের ও যাত্রীবাহী গাড়ি থেকে শ্রমিক নেতা মোহাম্মদ আলী আদায় করেন আরও ২০ লাখ টাকা। ভুলতায় রতন মিয়া বিভিন্ন গুপরিবহন থেকে আদায় করেন ১০ লাখ টাকা। তারাব ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদী থেকে বিআইডব্লিউটিএ এর নামে প্রতিদিন আদায় করা হয় ২ লাখ টাকা। এ ছাড়া শীতলক্ষ্যার দুই পাড়ে কয়লা, সার, পাথ ও ভারতীয় শাড়ি নামানোর ট্রানজিট দেওয়া হয়। এসব খাত থেকে প্রতি মাসে মাসোয়ারা আদায় করা হয় ৫০ লাখ টাকা। এমপির ঘনিষ্ঠ সহচর বালু হাবিব, এমপির স্ত্রীর পিএস বাবুর্চি ফিরোজ ও রাজিব কমিশনার সিটি মিলের ট্রাক রাস্তায় রাখা বাবদ প্রতিদিন আদায় করেন ৩০-৪০ হাজার টাকা। তারাব পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাইম ভূঁইয়াসহ ২৩ জন দলের নেতা-কর্মী রূপগঞ্জের শিল্পকারখানা থেকে চাঁদা আদায় ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ করেন। এসব খাতে মাসে প্রায় কোটি টাকার লেনদেন হয়। এসব খাত থেকে ওসি থাকতে নিয়মিত বখরা পেতেন ইসমাইল ও ফোরকান সিকদার। তারা এখন দায়িত্বে না থাকলেও প্রতিমাসে মাসোয়ারা আদায় করতে চলে আসেন বলে অনুসন্ধানে জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন রূপগঞ্জের সাধারণ মানুষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর