বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ

৩০ জুন আসামের দ্বিতীয় নাগরিক তালিকা প্রকাশ

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভারতের সুপ্রিম কোর্ট মঙ্গলবার আসামে নাগরিক পঞ্জিকরণ (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন) দ্বিতীয় তালিকা ৩০ জুনের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে। প্রথম তালিকায় বহু নাগরিকের নাম বাদ পড়ায় প্রবল অসন্তোষ সৃষ্টি হয়েছিল। বিচারপতি রঞ্জন গোগৌই ও বিচারপতি রোহিংটন নরিম্যানের ডিভিশন বেঞ্চ নাগরিক তালিকার অগ্রগতি পর্যালোচনা করে প্রদেশের সমন্বয়কারী প্রতীক হাজেকে নির্দেশ দেয় আগের নির্ঘণ্ট অনুসারে ৩০ জুনের মধ্যে দ্বিতীয় তালিকা প্রকাশ করতে। সমন্বয়কারী সর্বোচ্চ আদালতের কাছে অনুমতি চান যে, যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের নাম যেন গোপন রাখা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে জানিয়েছে, যাদের নাম বাদ পড়বে তাদের যেন ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হয় কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয় আরজি ছিল যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ হবে তাদের বাড়ি বাড়ি গিয়ে সন্ধান করার পরিবর্তে নাগরিক পরিচয় সেবা কেন্দ্রে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিদেশ থেকেও যারা আবেদন করেছেন তাদেরও সেবা কেন্দ্রে আসতে হবে। আদালত সেই আবেদনও মঞ্জুর করেছে। ৩০ জুন দ্বিতীয় তালিকা প্রকাশের পর সুপ্রিম কোর্ট বিষয়টির শুনানি করবে ২ জুলাই।

বিজেপি শরিকদের বিরোধ : বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান থেকে আগত হিন্দু শরণার্থীদের স্থায়ী নাগরিক মর্যাদা দেওয়ায় ভারত সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছে আসাম ও মেঘালয়ে শাসক বিজেপির শরিক দলগুলো। ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করে হিন্দু শরণার্থীদের নাগরিক মর্যাদার আইন বিষয়ে মতামত চাইতে ভারতের সংসদের যৌথ কমিটি সরেজমিন তদন্ত করতে আসামে গেছে। সেই সময় বিজেপি শরিক আসাম গণপরিষদ ও ছাত্র সংগঠন আসু এবং মেঘালয়ের বিজেপি সমর্থিত মোর্চা সরকারের মন্ত্রিসভা আপত্তি জানায়। তাদের বক্তব্য প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভারত সরকার আসামের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে চুক্তি করেছিল তাতে বলা হয়েছিল ১৯৭১ সাল পর্যন্ত যারা ভারতে চলে এসেছেন বা আসামে বসবাস করছেন তাদেরই নাগরিক বলে গণ্য করা হবে। এরপর যারা আসবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না। এখন বিজেপি সরকার কেবল যদি হিন্দুদের শরণার্থীদের নাগরিকত্ব দেয় তাহলে তা হবে সেই চুক্তির পরিপন্থী। এ আইনটি নিয়ে ভারতে বিজেপি শরিকদের মধ্যে অসন্তোষ এতই বেড়েছে যে, তারা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে বলে হুমকি দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর