শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা
বজ্রপাতে কেন এত মৃত্যু

সিলেটে স্থাপিত হলো ডিটেকটিভ সেন্সর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বজ্রপাতের পূর্বাভাস পেতে সিলেটে ‘লাইটেনিং ডিটেকটিভ সেন্সর’ বসানো হয়েছে। একই সঙ্গে শক্তিশালী একটি রাডার স্টেশনও স্থাপন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বজ পাতের আগাম পূর্বাভাস জানতে সিলেটসহ দেশের আটটি স্থানে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে ‘লাইটেনিং ডিটেকটিভ সেন্সর’। এসব সেন্সরের মাধ্যমে বজ পাত সম্পর্কে আগাম পূর্বাভাস জানা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে ‘বিএমডি ওয়েদার’ নামক অ্যাপ ডাউনলোড করেও এ সম্পর্কে তথ্য জানা যাবে। আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, বজ পাত ও আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন পূর্বাভাস পেতে সিলেট বিমানবন্দর এলাকায় একটি শক্তিশালী রাডার স্টেশন বসানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া সিলেট বিভাগের ১৮টি উপজেলায় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের জন্য বজ পাতপ্রবণ উপজেলা চিহ্নিত করার কাজ চলছে।

সর্বশেষ খবর