শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বাংলাদেশ-ভারত তিনটি চুক্তি সই

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বাংলাদেশ-ভারত তিনটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার নয়াদিল্লিতে তিন দিনের বৈঠক শেষে এই চুক্তি সই হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্রের বৈঠক হয়। এতে স্বাক্ষরিত প্রথম চুক্তিটি  হলো, বাংলাদেশ-ভারত কাঠামোগত সহযোগিতা চুক্তি। যাকে বলা হচ্ছে, ফ্রেমওয়ার্ক চুক্তি। প্রতিরক্ষা সামগ্রী কেনার জন্য ভারত বাংলাদেশকে যে পাঁচশ মিলিয়ন ডলার ঋণের ঘোষণা দিয়েছে তা দিয়ে বাংলাদেশের যা প্রয়োজন এবং ভারতের যা উৎপাদনের সক্ষমতা রয়েছে সেই ভিত্তিতেই প্রতিরক্ষা সামগ্রী কেনা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের কাছে চাহিদা অনুসারে দাবিপত্র পেশ করবে।  দ্বিতীয় চুক্তিটি হলো, খুলনায় নৌবাহিনীর শিপইয়ার্ডের সঙ্গে ভারতের জাহাজ মন্ত্রণালয়ের। বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী নৌ জাহাজ যৌথভাবে তৈরি করা হবে। তৃতীয় চুক্তিটি হলো, বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা কলেজ ও স্কুলের শিক্ষার্থী বিনিময়। এতে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় উভয় দেশের মধ্যে সর্বপ্রথম প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেই সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হলো। বাংলাদেশ-ভারতের মধ্যে এটাই প্রথম প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বৈঠক। পরের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর