শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

সদরঘাটে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হয়েছে। গতকাল সকাল ৮টায় এ ঘটনা ঘটে। সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয় গ্রিন লাইন ওয়াটার ওয়েজের যাত্রীবাহী লঞ্চটি। এর পাঁচ মিনিটের মধ্যে সাব্বির নামের আরেক লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাব্বিরের সামনের অংশ গ্রিন লাইনের ভিতরে ঢুকে যায়। এ ঘটনার পর ৩১৮ জন যাত্রীসহ গ্রিন লাইন ওয়াটার ওয়েজের যাত্রা বাতিল করা হয়। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে বিআইডব্লিউটিএর  পক্ষ থেকে জানানো হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রিন লাইনের লঞ্চটিতে ৩১৮ জন যাত্রী ছিলেন। বুড়িগঙ্গা নদীর শ্যামপুরে পটুয়াখালী থেকে আসা সাব্বির-২ নামে লঞ্চের সঙ্গে সংঘর্ষে গ্রিন লাইনের বাঁ অংশের ক্ষতি হয়। দুর্ঘটনার জন্য শরীয়তপুর থেকে ঢাকাগামী এমভি মীর সাব্বির নামে ওই লঞ্চটিকে দায়ী করেছেন গ্রীন লাইনের যাত্রীসহ সংশ্লিষ্টরা। এ রুটে চলাচল করা একমাত্র জাহাজটি আজ (শুক্রবার) পর্যন্ত বন্ধ থাকবে।

গ্রিন লাইন-৩ জাহাজ সংস্কার শেষে আগামীকাল থেকে বরিশাল-ঢাকা রুটে ফের যাত্রী পরিবহন শুরু করবে। গ্রীন লাইন সার্ভিসের বরিশাল অফিসের ইনচার্জ শামসুল আরেফিন লিপটন বলেন, দুর্ঘটনাকবলিত জাহাজটি মেরামত এবং সার্ভে ছাড়া রুটে পাঠানোর অযোগ্য হয়ে পড়েছে। কোম্পানির নিজস্ব ডকইয়ার্ডে গ্রিন লাইন-৩ নামে আরেকটি জাহাজের সংস্কার কাজ চলছে। বিকল্প কোনো জাহাজ না থাকায় ওই জাহাজের যাত্রা বাতিল করে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গ্রিন লাইন-২ মেরামত শেষে এক সপ্তাহের মধ্যে ফের রুটে যুক্ত হতে পারবে বলে জানান তিনি। ঢাকা নৌ পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত জাহাজ পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর