সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

স্কুলছাত্রী তাসফিয়া হত্যা তদন্ত থমকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ময়নাতদন্ত, ভিসেরা ও কেমিক্যাল রিপোর্ট না আসায় চট্টগ্রামের স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যাকাণ্ডের তদন্ত কাজ থমকে রয়েছে। ঘটনার পর ১৯ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ আদনান মির্জা ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি। চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা এ মামলার কিছু বিষয়ে নিশ্চিত হয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে জানানোর মতো সময় আসেনি। লাশের ময়নাতদন্ত, ভিসেরা এবং কেমিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।’ নিহত তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বলেন, ‘ঘটনার পর ১৯ দিন অতিবাহিত হয়ে গেলেও সব আসামি রয়েছে ধরাছোঁয়ার বাইরে। যোগাযোগ করা হলে পুলিশ বলে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশের কথা ও কাজের মধ্যে কোনো মিল পাচ্ছি না।’ তিনি বলেন, ‘এত দিন হয়ে গেলেও পুলিশ কোনো অগ্রগতি দেখাতে পারেনি। তদন্তের ধরণ দেখে মনে হচ্ছে কালের গর্ভে হারিয়ে যাবে এ মামলাটিও।’ প্রসঙ্গত, গত ২ মে নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে শানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ স্কুলছাত্রীর ‘প্রেমিক’ নির্যাতনের পর তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কথিত প্রেমিক আদনান মির্জাসহ ছয়জনকে আসামি করা হয়।

সর্বশেষ খবর