সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

নিউইয়র্কে আরেকটি স্কুলে দ্বিতীয় ভাষা হলো বাংলা

প্রতিদিন ডেস্ক

কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি এবং কংগ্রেসওম্যান গ্রেস মেং এর চেষ্টায় নিউইয়র্ক সিটির আরেকটি পাবলিক স্কুলে বাংলাকে দ্বিতীয় ভাষা করা হয়েছে। একইসঙ্গে পাকিস্তানি, ভারতীয়, নেপালি ভাষা সংযোজনের আহ্বানও জানিয়েছেন ডেমক্র্যাটিক পার্টির প্রভাবশালী এই দুই কংগ্রেসম্যান। খবর এনআরবি নিউজ।

হাউস ডেমক্র্যাটিক ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলি এবং কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং ১৯ মে এক বিবৃতিতে বলেছেন, সেপ্টেম্বরে শুরু নতুন শিক্ষা বছরে জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টে পাবলিক স্কুল (পিএস)৭ এ বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে চালুর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একই সঙ্গে চীন থেকে ফ্রেঞ্চ হয়ে হাইতির ক্রিয়োলা এবং রাশিয়ান ভাষা চালুর প্রক্রিয়াও চলছে। ২০১৫ সালে এই দুই কংগ্রেসম্যান তদানীন্তন স্কুল চ্যান্সেলর কারমেন ফারিনাকে এক পত্রে এই আহ্বান জানিয়েছিলেন। কংগ্রেসওম্যান গ্রেস মেং নিউইয়র্ক স্কুল বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন।  বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় ভাষা চালুর জন্যে আমি স্কুল চ্যান্সেলর রিচার্ড কারেঞ্জা এবং স্কুল বোর্ডের সব কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। এর ফলে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ছাড়াও, নবাগত অভিবাসীদের জীবনে চমকপ্রদ সাফল্যের প্রভাব রাখবে।

সর্বশেষ খবর