বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

ভেজাল সেমাই, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নকল সেমাই উৎপাদন ও অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রাজধানীর কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে সংস্থাটি। এর মধ্যে হাবিবা ফুড প্রডাক্টসকে ২ লাখ ৫০ হাজার টাকা, বাধ ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা এবং মধুমতি বিস্কুট ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় সঙ্গে ছিলেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা। অভিযানে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ ও ১১-এর সদস্যরা। এ বিষয়ে উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হাবিবা ফুড প্রডাক্টস নামে সেমাই কোম্পানিকে অভিযানের সময় দেখা যায়, তাদের উৎপাদিত সেমাই বিভিন্ন নামে প্যাকেজিং করা হচ্ছে। ওইসব নামে প্যাকেজিং করার কোনো বৈধ কাগজপত্র তাদের নেই। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ২ লাখ টাকা ও ৩৭ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৪০ কার্টন সেমাই জব্দ করা হয়েছে। সেমাইগুলোর মান ভালো হওয়ায় রাজধানীর ৮টি মাদ্রাসায় এসব সেমাই বিতরণ করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, এ ছাড়া ব্যবসা পরিচালনার জন্য বৈধ কাগজপত্র না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদনের জন্য বাধ ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা এবং একই এলাকার মধুমতি বিস্কুট ফ্যাক্টরিকে বৈধ কাগজপত্র ছাড়া ব্যবসা পরিচালনা ও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর