বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

গভীর রাতে বাসায় ডিবি, অভিযোগ ইলিয়াসের স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ছয় বছর ধরে নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এম ইলিয়াস আলীর বনানীর সিলেট হাউসের বাসায় ডিবি পুলিশ হানা দিয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ৮-১০ জন ব্যক্তি বনানীর বাসায় ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ করেন ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, রাত ৩টার দিকে ডিবি পুলিশ তাদের বাসা ‘সিলেট হাউসে’র নিচে গিয়ে নিরাপত্তাকর্মীকে ফটক খুলতে বলেন। কিন্তু তা না খোলায় প্রায় দেড় ঘণ্টা তারা গেটে অবস্থান নিয়ে পরে চলে যান। পুলিশের এমন আচরণে আমি উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। আমি আমার ছোট মেয়েকে (সাইয়ারা নাওয়াল) নিয়ে ছিলাম। প্রচণ্ড ভয়ের মধ্যে রাত কাটাতে হয়েছে।’ পুলিশ কেন ওই বাসায় গিয়েছিলেন জানতে চাইলে গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে চাননি। আর বনানী থানার পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’ এদিকে ইলিয়াস আলীর বাসায় পুলিশের হানায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তারা তাত্ক্ষণিক ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তার গাড়ি বাসার কাছেই পাওয়া যায়। ইলিয়াস বিএনপির গত কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট জেলা কমিটির সভাপতিও ছিলেন তিনি। তার স্ত্রী লুনা বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘গোয়েন্দা পুলিশ এসে গেট খুলে দিতে দারোয়ানকে প্রচণ্ড চাপ  দেন। কিন্তু দারোয়ান গেট খোলেননি। পরে ভোর সাড়ে ৪টায় পুলিশ বাড়ির  গেট থেকে চলে যান।’

সর্বশেষ খবর