সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

জলবায়ু খাতে পর্যাপ্ত বরাদ্দ নেই

নিজস্ব প্রতিবেদক

‘জাতীয় বাজেটে জলবায়ু অর্থায়ন : আমরা কোন অবস্থানে আছি’ শীর্ষক জলবায়ু বাজেটবিষয়ক সম্মেলনে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষতি মোকাবিলায় সরকারের বাজেটে বরাদ্দ পর্যাপ্ত নয়। তারা বলেন, আবার যে বরাদ্দ দেওয়া হচ্ছে তার প্রভাব ও গুণগত বর্ণনা নেই। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা কঠিন হচ্ছে বাংলাদেশের জন্য। এতে বেশি ক্ষতির মুখে পড়ছে প্রান্তিক জনগোষ্ঠী। গতকাল জাতীয় প্রেস ক্লাবে অ্যাকশনএইড বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, বাংলাদেশে জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে। এর প্রভাব প্রকট থেকে প্রকটতর হচ্ছে। সম্প্রতি সময়ে বন্যা, আগাম বৃষ্টি ও নানা প্রাকৃতিক পরিবর্তন তার প্রমাণ। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর পরিচালক ড. সালিমুল হক বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অর্থের ওপর নির্ভর করলে চলবে না। আমাদের নিজেদের যে অর্থ এবং সম্পদ আছে সেগুলো দিয়ে জলবায়ু সহনশীল করতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মিজান আর খান বলেন, জলবায়ুবিষয়ক সরকারি প্রতিবেদনে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত শুধু বরাদ্দের কথা বলা হয়েছে। কিন্তু কীভাবে খরচ হয়েছে তা প্রতিবেদনের কোথাও উল্লেখ করা নেই। প্রতিবেদনে দেখা যায়, ৫০ থেকে ৫২ শতাংশ বাজেট দক্ষতা বৃদ্ধির জন্য খরচ করা হয়েছে।

সর্বশেষ খবর