সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা
কোটা আন্দোলন

হামলাকারীদের শাস্তি দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে পুনরায় আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সদস্যরা এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ১৬ মে আমাকে ও নূরুল হককে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এরপর শাহবাগ থানায় জিডি করতে গেলে আমাদের জিডি নেওয়া হয়নি। তখন যদি আমাদের জিডি নিয়ে আন্দোলনে নেতৃত্বদানকারীদের নিরাপত্তা দেওয়া হতো, তাহলে সুহেলের ওপর সন্ত্রাসীরা হামলার সাহস পেত না। সুহেলের ওপর হামলাকারীদের পরিচয় পাওয়া গেলেও পুলিশ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে আমরা আবারও আন্দোলনে নামব।

এ সময় হুইলচেয়ারে বসে সুহেল সংবাদ সম্মেলনে অংশ নেন। তিনি বলেন, আমাকে হত্যার উদ্দেশেই হামলা চালানো হয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সেদিন আমাকে ডেকে হামলাকারীরা বলে, ‘কোটা আন্দোলন করে তো ভালোই টাকা-পয়সা কামাইছিস। আমাদেরও কিছু দে।’ এ কথা বলেই শাহরুখ আলম শোভন আমাকে থাপ্পড় দিয়ে গলা টিপে ধরে। আমাকে রড দিয়ে পেটায়, চাকু দিয়ে ঠোঁট কেটে দেয়। সংবাদ সম্মেলনে সুহেল জানান, শাহরুখ আলম শোভন, এস কে মিরাজ, মিনুন মাহফুজ ও বাবু তার ওপর হামলা চালায়।  সংবাদ সম্মেলনে সুহেলের মা জমিলা বেগম প্রধানমন্ত্রীর কাছে তাঁর ছেলের ওপর হামলার বিচার দাবি করে বলেন, তাঁর ছেলে যৌক্তিক আন্দোলন করেছে। অন্যায় কিছু করেনি। তিনি কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি করেন।

সর্বশেষ খবর