বুধবার, ৬ জুন, ২০১৮ ০০:০০ টা

চার শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জের রান্ধুনীমুড়া গ্রামের বৈষ্ণববাড়ির পুকুর থেকে গতকাল চার শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়। তবে নিহত শিশুরা সবাই সাঁতার জানলেও পুলিশ বলছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলো হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার শুকু কাউন্সিলরের বাড়ির ওয়াসিমের দুই ছেলে রাহুল (১৩) ও শামিম (১১), আহসান হাবিবের ছেলে আরাফাত হোসেন রায়হান (১১) ও শাহরাস্তি উপজেলার বোচ্চা গ্রামের নজরুল ইসলামের ছেলে লিয়ন। স্থানীয়রা ও নিহতদের পরিবারসূত্রে জানা যায়, সোমবার দুপুরে চার শিশু গোসল করতে যায়। গোসল শেষে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন মনে করেন তারা একসঙ্গে কোথাও ঘুরতে গেছে। সন্ধ্যায় না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজেন এবং পরে মাইকিং করা হয়। ওই বাড়ির ইউসুফের ছেলে ইবরাহিম গতকাল ফজর নামাজের অজু করতে গিয়ে তিন শিশুর লাশ ভাসতে দেখতে পান। তার চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী দৌড়ে এসে প্রথমে তিনজনের ও পরে আরেকজনের লাশ উদ্ধার করে। স্থানীয় পৌর কাউন্সিলর শুকু মিয়া জানান, সোমবার দুপুরে শিশুরা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এর পর থেকে তারা নিখোঁজ ছিল। লাশের সুরতহাল রিপোর্টকারী হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার শিশু পানিতে ডুবে মারা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন জানান, নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর