শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা
বাজেট নিয়ে যত কথা

কর্মসংস্থানে কোনো নির্দেশনা নেই : ইব্রাহীম খালেদ

আলী রিয়াজ

কর্মসংস্থানে কোনো নির্দেশনা নেই : ইব্রাহীম খালেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, বাজেটে দেশের শিক্ষিত বেকারদের কর্মসৃজনে কোনো পরিকল্পনা বা দিকনির্দেশনা নেই। দেশে কয়েক লাখ শিক্ষিত তরুণ রয়েছে। তাদের জন্য চাকরি বা বিশেষ কোনো প্রকল্প তৈরির জন্য যে ধরনের পরিকল্পনা আশা করা হয়েছিল সেটা নেই এই বাজেটে। তবে সার্বিকভাবে মনে হয়েছে কাউকে অখুশি না করার চেষ্টা করা হয়েছে। ইব্রাহীম খালেদ বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য করপোরেট কর কমানো হয়েছে। কিন্তু অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর কমানো হয়নি। এটা এক ধরনের বৈষম্য। এই বৈষম্য না করলেও চলত। আমাদের সমগোত্রীয় দেশের তুলনায় বাংলাদেশে আয় বৈষম্য অনেক বেশি। এখানে দরিদ্রের আয় মধ্যবিত্তের আয় ও ধনীদের আয়ের বৈষম্য দৃষ্টিকটুভাবে বেশি। ফলে সামাজিক অস্থিরতা দেখতে পাই আমরা। এটা বন্ধ করতে হলে আয় বৈষম্য কমানো যায় এমন প্রকল্প বা পরিকল্পনা বাজেটে থাকা দরকার। তিনি আরও বলেন, সামাজিক  সুরক্ষা খাতে আরও ১০ লাখ লোক অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা ভালো একটি দিক। কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশে জিডিপির ১০ শতাংশের বেশি ব্যয় করা হয়। আমাদের সেটা মাত্র ২.৪ শতাংশ। এটা অন্তত ৫ শতাংশ হওয়া উচিত। এ ছাড়া বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাস্তবায়ন। কীভাবে এত বড় বাজেট বাস্তবায়ন করে সেটা দেখার বিষয়।

সর্বশেষ খবর