শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা
বাজেট নিয়ে যত কথা

শিল্প খাত চ্যালেঞ্জের মুখে পড়বে : মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

শিল্প খাত চ্যালেঞ্জের মুখে পড়বে : মহিউদ্দিন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, প্রস্তাবিত বাজেট শিল্প ও ব্যবসাবান্ধব নয়। বরং এ খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।

গতকাল রাজধানীর ফেডারেশন ভবনে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা ও তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। শফিউল ইসলাম বলেন, বাজেটে এক লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকার ঘাটতি দেখানো হয়েছে। ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ৪২ হাজার ২৯ কোটি টাকা নেওয়া হবে। সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে ২৬ হাজার ১৯৭ কোটি টাকা। এতে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যাংক নির্ভর বাজেট উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সম্প্রতি ব্যাংক খাতে সুদহার বৃদ্ধি পেয়েছে। বাজেটে ব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদহার বাড়বে না, এটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকে অস্থিরতার জন্য নিবিড় পর্যালোচনা দরকার। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে কিছু ভালো দিক আছে। বিদ্যুৎ, পরিবহন, অবকাঠামো খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিধবা ভাতা, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

সর্বশেষ খবর