শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা
বাজেট নিয়ে যত কথা

উন্নয়নের কোনো চমক নেই : নাজনীন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নের কোনো চমক নেই : নাজনীন আহমেদ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেছেন, দেশের বিশাল উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য বিশেষ কোনো চমক নেই প্রস্তাবিত বাজেটে। এক ধরনের ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন করা হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। ড. নাজনীন বলেন, দেশি শিল্প সুরক্ষায় ব্যবসায়ী ও দরিদ্রদের জন্য সুবিধা দেওয়া হয়েছে। এটা বাজেটের একটি ভালো দিক। বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা ব্যাংক সুদ পরিশোধে ৫১ হাজার কোটি টাকা দিতে হবে। এ পরিমাণ অর্থ বাজেট থেকে চলে গেলে অন্যান্য খাতে ঘাটতি থেকে যাবে। সঞ্চয়পত্রের সুদ, ব্যাংক ঋণের সুদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটা কমানোর উদ্যোগ থাকা উচিত ছিল। তিনি বলেন, বাজেটে সবার প্রত্যাশিত ছিল করমুক্ত আয়সীমা বৃদ্ধি করা। কিন্তু তা অপরিবর্তিত রাখা হয়েছে। করের চাপ নানা দিক থেকে আছে। সে কারণে করমুক্ত আয়সীমা বাড়ানো উচিত ছিল। বাজেটের আরেকটি বড় বিষয় হচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ কোনো প্রণোদনা নেই। দেশের নারী উদ্যোক্তাদের পরিমাণ বাড়ছে। সেটাকে প্রসার করার জন্য বিশেষ প্রণোদনা থাকা অবশ্যই প্রয়োজন। তবে ডে কেয়ার সেন্টার স্থাপনে সুবিধা দেওয়া হয়েছে। এটা অনেক নারী উদ্যোক্তাকে উৎসাহিত করবে। এ ছাড়া বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধি অতিদরিদ্র মানুষ উপকৃত হবে।

সর্বশেষ খবর