শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

সামাজিক নিরাপত্তায় ৬৪ হাজার কোটি টাকা

আওতায় আসছে ৮৬ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

এবারের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৪ হাজার ৬৫৬ কোটি টাকা, যা জিডিপির ২ দশমিক ৫৫ শতাংশ, আর মোট বাজেটের ১৩ দশমিক ৯২ শতাংশ। এতে অন্তর্ভুক্ত করা হবে আরও ১১ লাখ মানুষকে। গতকাল জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সামাজিক নিরাপত্তা খাতে এ বাজেট বরাদ্দের প্রস্তাব করেন। এ সময় তিনি বলেন, ২০০৫-০৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছিল ৩৭৩ দশমিক ২ কোটি টাকা। ২০০৫ সালে এই সুবিধা ভোগ করত ১৩ শতাংশ পরিবার। ২০১৬ সালে তা ২৮ দশমিক ৭-এ উন্নীত হয়। এসবের জন্য দ্বৈততা পরিহার, স্বচ্ছতা আনয়ন ও লক্ষ্যাভিমুখী করার উদ্দেশ্যে সামাজিক সুরক্ষা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা হয়েছে।  অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রমের সুবিধাভোগীদের তথ্য নিয়ে তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় অর্ধকোটি মানুষকে জি-টু-পি (গভর্মেন্ট টু পারসন) পদ্ধতিতে ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সুবিধাভোগীরা নিজেদের বাড়িতে বসে তাদের নির্দিষ্ট ভাতা পূর্বনির্ধারিত দিনে পছন্দের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইলে নিতে পারবেন। তিনি জানান, নতুন বাজেটে ১১ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হলে সামাজিক সুরক্ষা কার্যক্রমের সুবিধাভোগীদের মোট সংখ্যা দাঁড়াবে ৮৬ লাখ। শেষ হতে যাওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে এ আওতায় ৮টি খাতে মোট ৭৫ লাখ মানুষকে ভাতা দেওয়া হচ্ছে। বর্তমানে বয়স্ক ভাতা পান ৩৫ লাখ মানুষ। নতুন বাজেটে এ খাতে ৪০ লাখ মানুষকে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে বিধবা ভাতা পান ১২ লাখ ৬৫ হাজার নারী। নতুন বাজেটে এ সংখ্যা ১৪ লাখে উন্নীত করার কথা বলা হয়েছে। একইভাবে বর্তমান অর্থবছরে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৮ লাখ ২৫ হাজার জন। নতুন বাজেটে এ সংখ্যা ১০ লাখ করার প্রস্তাব করা হয়েছে। মাতৃত্বকালীন ভাতা পাওয়া ৬ লাখ বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ৭ লাখ। ভিজিডি কার্ডধারীর সংখ্যা ১০ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ ৪০ হাজার করার প্রস্তাব করা হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মায়ের (শিশুকে বুকের দুধ খাওয়ান যেসব মা) সংখ্যা ২ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার করার প্রস্তাব করা হয়েছে। কিডনি, স্ট্রোক, ক্যান্সার, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচিতে ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া হিজড়াসহ অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ভাতার পরিমাণ বাড়বে বলেও বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী।

সর্বশেষ খবর