শিরোনাম
সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

কুষ্টিয়ায় স্কুলছাত্র অপহরণ, ৫০ লাখ টাকা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে প্রাইভেট পড়তে গিয়ে দেব দত্ত (৯) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র অপহরণ হয়েছে। তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। শনিবার বিকালে উপজেলার চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে ওই পরিবারটির। সে ওই গ্রামের স্কুলশিক্ষক পবিত্র দত্তের ছেলে। দেব দত্ত চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে, রোল নম্বর ১।

পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকালে বাড়ি থেকে দূরে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল দেব দত্ত। পথে মোটরসাইকেলে দুজন এসে রাস্তা থেকে দেব দত্তকে তুলে নিয়ে যায়। দেবের বাবা পবিত্র দত্ত উপজেলার বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ছাড়া তিনি  মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি জানান,  রবিবার একটি মোবাইল ফোন থেকে তার নম্বরে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এক ব্যক্তি। টাকা না দিলে দেবকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তিনি এ ব্যাপারে স্থানীয় থানায় জিডি করেছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অপহূত শিশুটিকে উদ্ধার করার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর